Img tool এবং Txd tool হল Gta 3/Vice city/San Andreas এর মত গেম মোড করার জন্য আদর্শ tool. আপনারা যারা আমার মত গেম মোড করে খেলতে পছন্দ করেন বা করতে চান তাদের জন্য শেয়ার করছি এন্ড্রোইডের এই দূর্দান্ত মোডিং tool দুইটি- Img tool এবং Txd tool. তো চলুন শুরু করা যাক।
Img tool পরিচিতি
Img tool মূলত img ফরমেটের ফাইলগুলো সাপোর্ট করে। Gta San Andreas এ কয়েকটা img ফাইল আছে, যেমন- gta3.img, player.img, cutscene.img ইত্যাদি।
এইসব img ফাইলগুলোর ভেতরে আছে dff, ipl, dot, ifp, col ফরমেটের ফাইল।
Img tool এই সকল img ফাইলগুলো Replace বা প্রতিস্থাপন করতে পারে।
সুতরাং এই সকল ফাইলগুলো পরিবর্তন করার মাধ্যমে আমরা Gta San andreas মোডিং করতে পারি।
Txd tool পরিচিতিঃ
Txd tool এর কাজ হল Texture বা টেকচার সংযুক্ত করা। Img tool এর মাধ্যমে যে ফাইলগুলো (যেমন dff) পরিবর্তন করবেন সেই ফাইলগুলোতে Texture সংযুক্ত করতে Txd tool এর প্রয়োজন পড়বে। সোজাভাবে যদি বলি তবে কথাটা এমন দাঁড়ায় যে Img tool হল মডেল বা ফ্রেম যুক্ত করার tool আর সেই মডেলে জামা-কাপড় পরানোর tool হল Txd tool.
উপরের স্ক্রিনশট দুটো দেখুন। প্রথম স্ক্রিনশটে একটি গাড়ি দেখতে পারছেন যেটা Img tool এর মাধ্যমে গেমে সংযুক্ত করা হয়েছে। গাড়িটার শুধু Body বা মডেলই দেখা যাচ্ছে। কোনো রং এতে নেই। এর কারণ হল গাড়িটাতে Texture সংযুক্ত করা নেই।
দ্বিতীয় স্ক্রিনশটে দেখুন গাড়িটাতে Texture যুক্ত করা হয়েছে। আর এটা Txd tool এর মাধ্যমে সম্ভব হয়েছে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন Img tool এবং Txd tool এর প্রয়োজনীয়তা। নিচে কিছু স্ক্রিনশট দেখুন। মোড করার ফলে গেমের গ্রাফিক্সে কত পরিবর্তন আনা যায়।
আগামী পর্বে ইনশা আল্লাহ্ শেয়ার করব কিভাবে Img tool এবং Txd tool এর সাহায্যে Gta San Andreas গেমে নতুন গাড়ি সংযুক্ত করবেন।
আপনারা যারা মোবাইল ফোনের সাহায্যে Gta San Andreas মোড করতে আগ্রহী তারা দয়া করে কমেন্টে মতামত প্রকাশ করবেন। অন্যথায় বেকার পোস্ট করে সময় নষ্ট করব না। ডিরেক্ট Youtybe এ শেয়ার করে দেব।
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।