Site icon Trickbd.com

?new?যে কোন অ্যাপ এ মারকিও টেক্স[MarQueE] add করুন (?না দেখলে কিছুই বুঝবেন না??)

Unnamed

wel come to TRICKBD

কেমন আছেন সবাই। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।


আমি মাসুদ। আজ আমি একটা নতুন ট্রিক দিব। আজ শিখাব apk editor দিয়ে কিভাবে যে কোন অ্যাপ এ মারকিও টেক্স এড করবেন। মারকিও টেক্স কি তা আগে বলে নেই
?marquee Text (মারকিও টেক্স)
marquee text হল একধরনের চলমান লেখা। এটা একটি স্ক্রুলিনং লেখা। সহজ ভাবে বলতে গেলে আমরা যখন টিভি দেখি তখন টিবির নিচের দিকে সংবাদের শিরোনাম লেখা যায়।
মুলত এটাই মারকিও টেক্স। আমরা আজ যে কোন অ্যাপ এ এধরনের লেখা সেট করব। দেখে

তাই কথা বেশি না বলে চলে যাই আসল কাজে। এজন্য আপনাদের লাগবে apk editor অ্যাপ। আমি মনে করি এখানে সবার কাছে এই আপ্পটি আছে তাই লিংক দিলাম না। না থাকলে প্লে স্টর থেকে নামিয়ে নেন।

এখন ১মে apk editor open করুন

অ্যাপ সিলেক্ট করুন

full edit

file

leyout এ যান

client_main_activit.xml এ ক্লিক করুন

নিচে কোড দিতাছি অগুলি কপি করে ৪ নং এ পাস্ট করেন

দেখেন এই কোডে লেখা আছে I am masud… অগুলি কেটে দিয়ে আপনার লেখা গুলি লেখেন

সেভ দিয়ে বেরিয়ে আসেন

বিল্ড এ ক্লিক করেন

কিছু খন অপেক্ষা করুন এবং ইন্সটল দিয়ে ওপেন করুন

কারো যদি কোড কাজ না করে তাহলে সস দেখে লিখুন


এখন দেখুন কিছু প্রুফ দিলাম। এখানে তো আর স্ক্রল করবে না তারপর দিলাম




[h1]code [/h1]

(TextView android:id=”@+id/txtTicker” android:layout_width=”wrap_content” android:layout_height=”wrap_content”
android:text=”MD Masud Rana .I am author in tRiCKbD.com” android:layout_centerHorizontal=”true” android:layout_gravity=”center_horizontal” android:ellipsize=”marquee” android:focusable=”true” android:focusableInTouchMode=”true” android:freezesText=”true” android:gravity=”center_horizontal” android:marqueeRepeatLimit=”marquee_forever” android:paddingLeft=”5dip” android:paddingRight=”5dip” android:scrollHorizontally=”true” android:shadowColor=”#FF0000″ android:shadowDx=”1.5″ android:shadowDy=”1.3″ android:shadowRadius=”1.6″ android:singleLine=”true” android:textColor=”@android:color/white” android:textSize=”20sp” android:textStyle=”bold”) (/TextView)

বি:দ্র breket এ র বদলে লেস দেন এবং গেটার দেন ব্যবহার করুন
?কিছু কথা?

আমরা Android phone use করতে অনেক সমস্যায় পরি।কিন্তু ঠিক সময়ে কি করলে সমস্যা থেকে পরিত্রান পাব তা জানিনা। এজন্য আমরা একটি fb group খুলছি। যা আপনাকে অনেক সাহায্য করবে। তাই পোস্ট টি ভাল লাগলে আমাদের গ্রুপে জয়েন করার জন্য অনুরোধ করছি। free facebook link Trick Share Bd
facebook link Trick share Bd
পাশে থাকুন পাশে থাকব…

কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

সবাইকে পোষ্টি পড়ার জন্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন।অনেক কষ্টেসৃষ্ট পোস্ট টি তাই আপাতত একটা লাইক অথবা একটা কমেন্ট করবেন প্লিজ

আমি ফেসবুকে