Site icon Trickbd.com

Sketchware দিয়ে যেভাবে আপনার ওয়েব সাইট এর জন্য অ্যাপ তৈরি করবেন।


বর্তমানে সময়ে ওয়েবসাইটে ভিজিটর আনার অন্যতম মাধ্যম হলো এন্ড্রয়েড অ্যাপ। আমারা অনেকেই কোডিং জানি না। কোডিং ছাড়াই অ্যাপ বানানো যায়। তাও আবার আপনি মনের মতো ডিজাইন করতে পারবেন।
ওয়েবসাইট এর জন্য অ্যাপ বানাতে যা যা লাগবে।

যেভাবে আপনার ওয়েব সাইট এর জন্য অ্যাপ তৈরি করবেন।

  1. প্রথমে Sketchware এ ডুকে “Create a new project” লেখায় প্রেস করুন।
  2. প্রথম ঘরে অ্যাপলিকেশন এর নাম ও ২য় ঘরে অ্যাপলিকেশন এর প্যাকেজ নাম দিয়ে “Create app”লেখায় চাপ দিন।
  3. Webview কে চেপে ১ সেকেন্ড অপেক্ষা করে টেনে মাঝে ছেড়ে দিন।
  4. LOGIC কে গিয়ে onCreate লেখায় ক্লিক করুন। View থেকে Loadurl কে চেপে on activity create এর সাথে যোগ করে দিন।
  5. Webview1 এ প্রেস করে Webview1 সিলেক্ট করে দিন।
  6. Loadurl এর পাশের ফাকা জায়গায় আপনার সাইটের Url দিয়ে সেভ দিয়ে ব্যাক বাটনে প্রেস করুন।
  7. রান বাটনে ক্লিক করুন। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর অ্যাপলিকেশন টি ইন্সটল করতে বলবে। অ্যাপ টি ইন্সটল করুন।
    তৈরিকৃত অ্যাপটি:

    না বুঝলে কমেন্ট করবেন।

কিছু কথা

কারো যদি কোনো অভিযোগ থেকে থাকে। তাহলে সোজা রিপোর্ট মারুন। কেউ খারাপ কমেন্ট করবেন না।

না বুঝলে ভিডিওটি দেখতে পারেন।

এই রকম আরো ট্রিক পেতে আমাদের চ্যানেলটি Subscribe করুন।

প্রথম প্রকাশিত:বিকল্প২৪