আসসালামু আলাইকুম বন্ধুরা।
কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আর ট্রিকবিডির সাথে থাকলে ভালো না থাকলে উপায় নেই।
আজ আমি আপনাদের মাঝে কি ট্রিক শেয়ার করব তা হয়ত আপনারা উপরের টাইটেল দেখেই বুঝে গেছেন।
তো চলুন দেড়ি না করে কাজটা শুরু করি।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো রকম অ্যাপ ডাউনলোড ছাড়াই একটি লিঙ্কে গিয়ে ফেইক আইডি কার্ড অথবা স্মার্ট কার্ড বানাবেন।


প্রথমে এখানে ক্লিক করে এই লিঙ্কে যান
তারপর নিচের স্ক্রিনশট এর মত একটি পেজ আসবে।

এখান থেকে কোন ধরণের আইডি কার্ড বানাবেন সিলেক্ট করুন বাংলাদেশের পূরোনো আইডি হলে Old NID আর বর্তমানে যে কার্ড প্রচলিত এটা হলে Smart Card সিলেক্ট করুন।
তারপর নিচের মত আসবে


এখানে যা যা তথ্য চাই সব পূরণ করে দিন। তারপর Generate এ ক্লিক করুন একটু অপেক্ষা করলেই আপনার আইডি কার্ড হয়ে যাবে।

সতর্কতা


১) কার্ডটি দয়াকরে অবৈধ বা আজে বাজে কাজে লাগাবেন না ।
২) এই website টি তৈরি করা হয়েছে শুধু মাত্র facebook,twitter,google এর id card verify ঠিক করার জন্য আর মজা করার জন্য ।
৩)এই Fake NID Card ব্যক্তিগত কোন কাজে ব্যবহার করা আইনগত অপরাধ । এই কার্ড শুধু Facebook Account Varification এর জন্য ।এই কার্ড ব্যক্তিগত কোন কাজে ব্যবহার করে যদি কোন সমস্যা বা আইনের জামেলায় পড়েন এর জন্য আমরা দায়ী নয়।
আমার পোস্টটি ভালো লাগলে আর আরোও টেকনোলজি নিয়ে ভিবিন্ন পোস্ট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
এখানে ক্লিক করে Subscribe করুন
কোনো কিছু সম্পর্কে সমস্যা হলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
ফেসবুকে আমি

20 thoughts on "কোনো প্রকার ঝামেলা ছাড়া বানিয়ে নিন Fake NID অথবা Smart Card [না দেখলে মিস)"

  1. Mahmud Contributor says:
    apnar last pic den ni….. kamon hobe aita buja jasse na…sotti nid id er moto hobe naki
    1. tazulOfficial Author Post Creator says:
      হ্যা ভাই সত্যি NID এর মত হবে Try করুন।
  2. MD RAISUL ISLAM Contributor says:
    Bai date of birth ki 18 bocor hote hobe
    1. tazulOfficial Author Post Creator says:
      নাহ।
      যে কোন একটা দিলেই হবে।
  3. Biplobpk Contributor says:
    এটা নিয়ে আগে পোষ্ট করা আছে
  4. CoCKroAcH Author says:
    আচ্ছা ভাই এইটা পিন্ট করে বের করে নেমিনেট করে কি সিমকাড কিনা যাবো।।
    মানে কোনো সম্যসা হবে না কি??
    জানার জন্য বললাম।
    1. Liton Molla Contributor says:
      হবে না
    2. tazulOfficial Author Post Creator says:
      নাহ।
      সিম কার্ড কেনা যাবে না কারণ সিম কিনতে বায়ো মেট্রিক লাগে।
  5. Roshiduldk Contributor says:
    ভাই এই আইডিটা কিসে কাজে লাগবে জানলে বলেন?
    1. tazulOfficial Author Post Creator says:
      ফেসবুক, জিমেইল, টুইটার এগুলা ভেরিফাই করতে ডিজেবল হলে ব্যাক আনতে
  6. Ex Programmer Contributor says:
    ফেইসবুক ভেরিফাই করতে পারলেই হলো…!
    1. Ex Programmer Contributor says:
      opps sorry,
      ফেইসবুক আইডি!
  7. Habibul Islam Hasib Contributor says:
    ata j fake..bojhai to jay….
  8. S.m Tariqul Islam Anny Author says:
    যদিও এটা ভেরিফাই করতে ফেক তৈরী করা, তারপরেও এটা সেইফ না। কারণ থার্ড পার্টি কোন ওয়েভসাইটে আপনার সম্পূর্ন তথ্য দিয়ে একটা আইডি বানানো সেইফ না। ফেসবুকে সবসময় বলে যে আমাদের সত্য বা অথেনটিক ডকুমেন্ট দিতে হবে। তাই অনেক রিয়াল ইনফরমেশন দিয়ে থার্ড পার্টির মাধ্যমে বানিয়ে নেয়। তাই আমি নিজেই আইডি কম্পিউটারের মাধ্যমে ডিজাইন করে বানিয়ে নেই।
    1. Rayhan Contributor says:
      Amk ekta baniye diben??
  9. S R Shahin Rana Contributor says:
    কেউ আমাকে কেউ ফ্রীতে মাস্টারকার্ড বানিয়ে দিতে পারবেন।।।।
  10. rakibrabbiami Contributor says:
    back part kivabe korbo
  11. Rejowan Hasan Contributor says:
    আমার কাছে pic say pro mod by al emran একটা এপ্স ছিল। ওটা তিয়ে আমি ফেক কার্ড বানিয়েছিলাম। অফলাইন ফটো ইডিট,,, মাত্র ২ মিনিট লাগতো
    কাজও হয়েছিল,,একদম hd ফটো। কিন্তু সফ্টওয়ার টা হারিয়ে গেছে। ড্রাইভে আপলোড দিয়ে রেখেছিলাম কিন্তু এখন আর ডাউনলোড হয়না। ??? আফসোস….

Leave a Reply