Wellcome to Trickbd.com

আশা করি সকলে ভালই আছেন।
এবং সব সময় ট্রিকবিডির সাথেই থাকবেন।
আশা করি সকলেই টাইটেল দেখেই বুঝেগেছেন আজ কেমন পোস্ট হবে।

এখানে অনেকেই বলতে পারেন সেলফি স্টিক তো সকলের ফোনেই সাপোর্ট করে।
এখন তাদের উদ্দেশ্যে আমার উত্তর হলো না সকলের ফোনে সেলফি স্টিক সাপোর্ট করে না।

আমি মনে হয় আজ যে পোস্ট করব তা খুব ভাল না।
কারন এখন যে সকল পোস্ট ট্রিকবিডিতে করা হচ্ছে তার কাছে এই পোস্ট কিছুই না।
তবুও অনেকের উপকার হতে পারে ভেবে পোস্ট টা করা।

পোস্ট টা যদি করো কাজের মনে হয় তাহলে পোস্ট টা দেখুন। আর কাজের মনে না হলে ব্যাক বাটন চাপতে পারেন।
শুধু শুধু সময় নষ্ট না করে বা উল্টা পাল্টা কমেন্ট করে ট্রিকবিডির পরিবেশ নষ্ট করবেন না।

তো চললুন কাজের কথায় আসা যাক।

প্রথমেই একটা App ডাউনলোড করে নিন:-Dawnload this app
এখন তেমন কিছু আর করা লাগবেন।
জাস্ট App টা ওপেন করুন এবং সেলফি স্টিক বা ইয়ার ফোনের সাথে লাগান।

এবার সেলফি স্টিক বা ইয়ার ফোনের বাটনে চাপুন দেখবেন ছবি উঠবে।

এই App টা ইউজ করা খুব সহজ তাই কোনো স্ক্রিনসট দিলাম না।

আর হ্যা আরও একটা কথা :-
যদি কেউ বলেন যে সেলফিস্টিক বানানো নিয়ে একটা পোস্ট করা যায় কি না? তাহলে কিভাবে একটা সেলফিস্টিক বনানো যায় তা নিয়ে একটা পোস্ট করতে পারি।

এর আগে ( মাসুদ রানা ) ভাই একটা পোস্ট করেছিল যে কিভাবে সেলফিস্টিক বানানো যায়।কিন্তু পোস্ট এর কিছু ভুল কোডিং এর কারনে স্ক্রিনসট গুলো দেখা যায় না।

তাই বললাম যে যদি আপনাদের সারা পাই তাহলে পোস্ট টি করবো।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।
সকলেই ভাল থাকবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন।

7 thoughts on "যাদের ফোনে সেলফি স্টিক সাপোর্ট করে না তারা নিয়ে নিন সেলফি স্টিক সাপোর্টেড ক্যামেরা।#( যারা জানে না তাদের জন্য) ।"

  1. Sahariaj Author says:
    Gd But Ss Dile Valo Hoto
  2. Ripon2.0 Contributor says:
    valo bro ami jantam na.download dea deki hole valo.
  3. Ajidur Rahman Subscriber says:
    sshot dile bujte subida hoto
  4. Maksudul Hasan Contributor says:
    Selfie stick bananor post kora hoise..Jodi onnorokom hoy tahole dite paren..Good post..
  5. Shadin Contributor says:
    দারুণ।
    সহমত।
    আপনি সেলফি স্টিক নিয়ে পোস্ট করেন।

Leave a Reply