Site icon Trickbd.com

স্মার্টফোন দিয়েই লিখুন বাংলা স্টাইলিশ ফন্ট।

Unnamed

হ্যালো বন্ধুরা ওয়েলকাম করছি ট্রিকবিডিতে।

আজকে আমি যে টপিক নিয়ে পোস্ট করছি সেটি হলো কিভাবে আন্ড্রয়েড মোবাইল দিয়ে বাংলা স্টাইলিশ ফন্ট লিখবা।
তার জন্য আমাদের প্রয়োজন হবে যে কোনো ফটো ইডিট করার অ্যাপ আর File Commander নামের একটি অ্যাপ।
তো চলো শুরু করি।
প্রথমে নিচের লিঙ্ক থেকে File Commanded অ্যাপ টি ডাউনলোড করে নাও।
লিঙ্কঃ
এখান থেকে অ্যাপ টি ডাউনলোড করে নাও
তারপর ইন্সটল করে আপাতত এই কাজ শেষ।
এবার আমাদের বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে ttf অথবা zip ফাইল ডাউনলোড করতে হবে।
তাই তোমরা এই লিঙ্ক থেকে নিজের ইচ্ছামত বাংলা ফন্ট ডাউনলোড করে নাও।
লিঙ্কঃ
এখানে ক্লিক করে ফন্ট ডাউনলোড করে নাও

এবার File Commander অ্যাপ অনেপ করে ডাউনলোড এ ক্লিক করো।
করে তুমি যে ফন্ট ডাউনলোড করছিলে সেটার উপর ট্যাপ করো করে ttf নামে যতগুলো বা যে ফন্ট আছে সেটি কপি করে ফোনে Font নামে ফোল্ডারে পেস্ট করে দাও।
এবার কাজ শেষ।
যে কোনো ফটু ইডিট এর অ্যাপ এ ঢুকে ইচ্ছামত বাংলা স্টাইলিশ ফন্ট লিখো।
কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাও।
ধন্যবাদ।