সকলকে আজকের পোষ্টে স্বাগতম জানিয়ে আমি আমার আর্টিকেল শুরু করছি।।
সেই দিনটার বেশি দূরে নেই, যেদিন আমরা Sci-Fi জগতের Jarvis Sensual Computer এর মত কম্পিউটার ব্যবহার করার সুযোগ পাব।
শুরুতেই বলে রাখি এই পোস্টটি শুধু তাদের জন্য করা হয়েছে যারা জানেন না।
তাই কেউ যদি এ ব্যাপারে জেনে থাকেন তবে 100 গজ দূরে চলে যান।
*বাজে কমেন্ট করার মানসিকতা পরিহার করুন ।
?শুরুতেই বলে রাখি:
? এটি ইন্টারনেট কানেকশন ছাড়া হবে না।
? আপনাকে গুগোল এর লেটেস্ট ভার্সন ব্যবহার করতে হবে।
? এটাতে ফোনের ওপর মোটামুটি ভাবে চাপ পড়তে পারে, তাই আপনারা যারা উন্নত প্রসেসর ব্যবহার কারি তারা এটি ব্যবহার করবেন।
আর দেরি না করে নিচ থেকে গুগলের তৈরি অফিশিয়াল “Voice Access” অ্যাপটি ডাউনলোড করুন।
App size : 1 MB ( or little more)
App link: from Google Play Store
অ্যাপ ইন্সটল শেষ হলে ওপেন করুন।
ওপেন করলে যত অ্যাক্সেস চাইবে, দিয়ে দিন।
এরপর কমান্ড লিস্ট থেকে এবং অ্যাপ এ দেওয়া টিউটোরিয়াল থেকে বুঝতে পারবেন।
এখন ধারাবাহিকভাবে নিচের স্ক্রিনশট গুলো খেয়াল করুন।
আশা করি সকলে বুঝতে পেরেছি। না পারলে পুনরায় পড়ুন।।
আজ এ পর্যন্তই বেঁচে থাকলে দেখা হবে আবার আগামী পোস্টে।
ধন্যবাদ সকলকে।।