Site icon Trickbd.com

[New] এবার সহজেই ছবির সাহায্যে সার্চ করুন Google এ আর জেনে নিন যেকোন ছবির গোপন তথ্য

আজ দেখাবো কিভাবে আপনি খুব সহজেই ছবির মাধ্যমে Google এ সার্চ করবেন প্রথমে একটু বলে রাখি, অনেক হয়তো Google এর Desktop version দিয়ে image search এর কৌশলটা জানি, কিন্তু এটা সময়সাপেক্ষ এবং খুবই বিরক্তিকর। তাছাড়া সব ফোন দিয়ে করাও যায় না। একারণে আমি Php প্রোগামিং দিয়ে এমন একটি tool বানিয়েছি যেটা ব্যবহার করে খুবই সহজ এবং কোন ঝামেলা ছাড়াই ছবির মাধ্যমে সার্চ করা যায়।

তো চলুন শুরু করা যাক:

প্রথমে আমরা এই লিংকে যাবো http://zorexbd.ml/tools/image-search

এবার আপনি যে ছবি দিয়ে সার্চ করতে চান সেটি সিলেক্ট করুন এবং
সাবমিট এ ক্লিক করুন


ব্যাস, এবার দেখুন, ছবিটি ইন্টারনেটে কি নামে পরিচিতো, সেটি সার্চবারে Google নিজেই লিখে দিয়েছে।

পাশাপাশি ছবিটি কোন কোন সাইটে কি কি নামে আছে সেটিও দেখাচ্ছে:

এছাড়াও এটার মতো দেখতে বা এইটাইপের আরো অনেক ছবি আপনি দেখতে পাবেন:

আসুন দেখি এর প্রয়োজনীয়তা:

১. ধরুন আপনাকে কেউ একটা ড্রয়িং দেখিয়ে বলছে, যে এটা সে নিজে একেছে। কিন্তু আপনার সন্দেহ সে এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছে। তখন আপনি যদি ছবিটা নিয়ে নেটে সার্চ দেন, তবে তার সব বাহাদুরি ফাস হয়ে যাবে আপনার কাছে।

২. ধরুন আপনার কাছে একটা ছবি আছে যেটাতে watermark দেয়া। যদি আপনি সেই ছবিটা দিয়ে নেটে সার্চ দেন, তবে এমন অনেক ওয়েবসাইট পাবেন যারা এই ছবিটির Watermark সরিয়ে এটিকে ব্যবহার করছে।

৩. ধরুন আপনার কখনো সন্দেহ হলো যে আপনার ছবি দিয়ে কেউ ফেক একাউন্ট খুলেছে। তখন আপনি Image Search এর মাধ্যমে দেখতে পাবেন কোথায় কোথায় আপনার ছবিটি ব্যবহার করা হয়েছে।

৪. আপনার কাছে সুন্দর একটি ছবি আছে। আপনার ইচ্ছা এরকম সুন্দর আরো ছবি পাওয়ার। তখন আপনি image search ব্যবহার করতে পারেন।

৫. ধরুন একটা ওয়েবসাইটে সুন্দর একটা থিম আছে। কিন্তু থিমটার নাম আপনার জানা নেই। এক্ষেত্রে image Search use করতে পারেন

এ ছাড়াও আরো অনেক ব্যবহার আছে, এই Image Search এর। একারণেই আমি এই Tools টা বানিয়েছি।

আমার বানানো এরকম আরো অনেক Important Tools আছে, যেমন Easy Website Translator, Google Hidden Search tool, অটিস্টিক আইডিকার্ড মেকার ইত্যাদি।

 

যদি চান আমি এগুলা Share করি কিংবা আপনাদের কাছে যদি নতুন কোন Tools এর আইডিয়া থাকে, তাহলে কমেন্ট করুন বা ফেসবুকে আমাকে জানান। আইডিয়া পছন্দ হলে আমি ওইরকম Tools তৈরির চেষ্টা করবো।

 একটি বিশেষ আকর্ষণ:
আপনার কেউ কেউ হয়তো জানেন,  Google এর নতুন নিয়ম হলো প্রতিটি ওয়েবসাইটকে ভালো Rank করতে হলে Responsive হতে হবে, নয়তো সেটিকে গুগল পেছনে ফেলে দেবে। 
একারণে যারা TrickBD Mobile Version থিমটি খুব পছন্দ করেন এবং প্রফেশনাল মানের Website বানাতে চান, তাদের জন্য আমরা একটি বিশেষ WordPress Theme বানিয়েছি, যেটা সম্পূর্ণ fast, Responsive এবং উন্নত ফিচার সম্পন্ন।
চাইলে একবার দেখে আসতে পারেন, সাথে থাকছে রেফার করে টাকা আয়ের সুযোগ :
Demo: link1    link2



থিম সম্পর্কে বিস্তারিতো জানতে:
আমার ফেসবুক আইডি Zorex Zisa

সকলে ভালো থাকুন, আল্লাহাফেজ।