Site icon Trickbd.com

দেখে নিন কিভাবে জিমেইলে অটো signature যোগ করতে হয়।

Unnamed

জিমেইল সাধারণত পার্সোনাল মেইল হিসেবে ব্যবহার করা হয় কিন্তু বর্তমানে অনেকে এটি ব্যবসায়িক/প্রফেশনাল ও ব্যবহার করে থাকেন। আর এই ব্যবহারের ফলে প্রায়ই একটা বিষয় লক্ষ করা যায় যে, মেইল সেন্ড করার সময় বারবার signature এড করতে হয়। এটা একটা বিরক্তিকর বিষয়। আর এই বিরক্তিকর বিষয় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা সেটিং রয়েছে। যেটা অনেকেই জানতে পারে তবে যারা জানেন না তাদের জন্য আজ আমার এই পোষ্ট। তাহলে চলুন কিভাবে আমাদের এই সেটিংটা করতে হবে তা দেখে নিই:

১। প্রথমে আপনি আপনার জিমেইলে প্রবেশ করুন।

২। এখান থেকে আপনি জিমেইলের সেটিং এ প্রবেশ করুন।

৩। এখন যে মেনুটা শো হবে সেখান থেকে আবার সেটিং এ প্রবেশ করুন।

৪। এখন যে পেজ টা প্রদর্শিত হবে সেখান থেকে নিচের দিকে আসলে signature অপশন দেখতে পাবেন। সেখান থেকে নিচের চিত্রের মত যে signature এড করতে চান সেটা এড করে সেভ করুন:

আইটি বাতায়ন

এখন থেকে নতুন মেইল লিখতে গেলে আপনাকে আর প্রতিবার signature এড করতে হবে না। ধন্যবাদ।
প্রথম প্রকাশিত: এখানে

Exit mobile version