Site icon Trickbd.com

এখন খুব সহজে যেকোনো ছবির নির্দিষ্ট রং Change করুন কোনো App ছাড়াই

আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি মোঃ আনোয়ারুল আজিম আবার হাজির হয়েছি আরো একটা নতুন Trick নিয়ে। চলুন শুরু করা যাক।

 

যেভাবে Change করবেন

১. প্রথমে এখানে ক্লিক করুন

২. তারপর নিচের মতো Page দেখতে পাবেন। এটা Swip করে নিচের দিকে যান।

 

নিচে গেলে ছবির মতো কিছু Option দেখতে পাবেন।

 

৩. প্রথমে Choose File এ ক্লিক করে আপনি যে ছবিটার Color Change করবেন সেটা Upload করুন। এরপর Color that should be replaced option এ আপনার ছবির যে রংটা আপনি Change করবেন সেটা Select করবেন।  আপনি আরো সূক্ষ্মভাবে রংটাকে Choose করতে চাইলে নিচের বক্সে সেই রঙের HFX Format লিখতে পারেন। যদি আপনার HFX Number না জানা থাকে তবে এক্ষেত্রে Open Palette Option ব্যাবহার করতে পারেন। তার নিচের বাক্সে যে রংটা চান সেটা একইভাবে Choose করুন।

 

»» Color Replacement Intensity Option এ আপনি যেই Color টা চাচ্ছেন সেটা কতো Percant গাঢ় হবে সেটা লিখবেন।

»» Smoothing of sharp color transitions Option এর মাধ্যমে আপনার Color এর Smoothness কীরকম হবে সেটা নির্বাচন করুন।

»» Gain of the replaced color Option থেকে আপনার Color টা ছবির মধ্যে কতোটা স্থান জুড়ে থাকবে সেটা লিখুন।

»» সবশেষে আপনার ছবিটা কিরকম Quality তে নিবেন সেটা নির্বাচন করুন। কেউ আসল ছবিটার মতোই Quality চাইলে ডানপাশের বক্সে 100 লিখে দিবেন। এরপর OK করুন।

 

৪. তাহলে আপনার ছবির Size এর উপর Depend করে Load হতে সময় নিবে। সাধারণত ছোট ছবিতে কয়েক সেকেন্ড আর বড় ছবিতে ১০-২০ সেকেন্ড লাগে। শেষ হলে নিচের মতো Page আসবে।

 

আপনি চাইলে Online-এ Change করা ছবিটা দেখতে পারেন। এর জন্য Open processed image Option-এ ক্লিক করুন। আর ছবিটা Download করতে Download processed image Option-এ ক্লিক করুন।

 

ছবিতে দেখুন আমার Change করা Photo-

 

ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, TrickBD-র সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।

Exit mobile version