আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে শিখাবো কীভাবে আপনারা খুব সহজে মাত্র এক মিনিটের মধ্যে একটা লেখাতে ছবি Set করবেন। এর জন্য আপনার PC-তে অবশ্যই Office 2016/2019/365 (Latest) থাকতে হবে। তো চলুন শুরু করা যাক।

 

কীভাবে করবেন?

এর জন্য প্রথমে PowerPoint Open করুন।

তারপর নিচের ছবির মতো আসবে। এখান থেকে Blank Presentation-এ ক্লিক করুন।

 

এরপর নিচের ছবির মতো একটা Slide খুলে যাবে।উপরের বামপাশে থাকা Layout Option-এ ক্লিক করুন।

 

তাহলে Layout Box খুলবে। এখান থেকে Blank Select করুন।

 

 

তাহলে Slide টা ফাঁকা হয়ে যাবে।

 

এবার Insert Option-এ গিয়ে Shapes Option-এ ক্লিক করুন।

 

তাহলে সেটা খুলে যাবে। এখানের প্রথম Shape টা অর্থাৎ Textbox Select করে একটা Textbox Insert করুন। উল্লেখ্য, Textbox Select করার পর শুধু একবার ক্লিক করলেই Textbox Insert হয়ে যায়।

 

তারপর Textbox-এ আপনার পছন্দমতো Word লিখুন।

 

এবার আপনার File থেকে কোনো ছবি Copy করুন (Ctrl+C) এবং Slide-এ এনে Paste করুন (Ctrl+V)মনে রাখবেন, ছবিটা যেন অবশ্যই আপনার লেখার চেয়ে বড় হয়, যাতে ছবিটা লেখাকে ঢাকতে পারে। Paste করলে নিচের ছবির মতো দেখবেন আপনার লেখাটি ছবি দিয়ে ঢেকে গেছে। অবশ্য আপনি চাইলে ছবিটাকে Expand করতে পারবেন।

 

এবার দুটো Object-কে (ছবি ও লেখা) একসাথে Select করুন। আপনি Ctrl+A চেপে এটা করতে পারেন।

 

দুটো Select করলে উপরে Drawing Tools নামের একটা Box দেখতে পাবেন। ওখানে ক্লিক করুন।

 

Drawing Tools-এ যাওয়ার পর বামপাশে Merge Shapes নামে একটি Option দেখতে পাবেন। ওখানে ক্লিক করুন।

 

তাহলে Box টা খুলে যাবে। ওখানের Intersect Option-এ ক্লিক করুন।

 

তাহলে দেখবেন আপনার লেখাতে ছবি Set‌ হয়ে গেছে।

 

এবার সেটার Right-এ ক্লিক করে Save as picture Option-এ ক্লিক করে সেটাকে ছবি হিসেবে Save করে নিন।

 

আপনারা যদি এই সম্পূর্ণ Tutorial-টা বুঝতে না পারেন, তাহলে নিচের Video-টা দেখুন-

How to Insert picture to text by PowerPoint

 

ধন্যবাদ। আপনারা যদি PowerPoint-এর কাজ শিখতে চান, তবে আমার দ্বিতীয় Channel টা ঘুরে আসুন এবং অনুগ্রহ করে Subscribe করুন-

PowerPoint University

এখানে আপনারা PowerPoint দিয়ে Animation, Logo Design, Business Card বানানোর Tutorial, Business Presentation ও Template পাবেন। তাছাড়াও PowerPoint দিয়ে করতে পারা সকল কাজ ও খুঁটিনাটি শিখতে পারবেন।

 

সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।

 

 

 

 

 

 

4 thoughts on "[PowerPoint Tutorial] যেকোনো লেখাতে ছবি Set করুন খুব সহজে"

    1. Azim Author Post Creator says:
      Thanks you.
  1. IH Rony25 Contributor says:
    মোবাইলে Pixlab দিয়ে হয়
    1. Azim Author Post Creator says:
      আপনার মূল্যবান Suggestion-এর জন্য ধন্যবাদ। কিন্তু এটা যারা PowerPoint-এর কাজ শিখতে চায় তাদের জন্য।

Leave a Reply