Site icon Trickbd.com

ফ্রিতেই আপনার ফাইলটির ভাইরাস চ্যাক করে নিন

এখন থেকে ফ্রিতেই আপনার যে কোন ফাইলটির ভাইরাস আছে নাকি সেটা চ্যাক করতে পারবেন।অনেক সময় দেখা যায় ভাইরাস স্কেনার দিয়ে সঠিক রেজাল্ট পাওয়া যায় না। এবং যারা ওয়েব সাইট নিয়ে কাজ করি তারা নানান জায়গা থেকে থিম অথবা প্লাগিন ডাউনলোড করে সরাসরি  ওয়েব সাইটে ইন্সটল দিয়ে এক্টিভ করে দেই কখনো এটা চিন্তা করি না যে ফাইলটি ফ্রিতেই পেতেছি সেটার মধ্যে কোন ভায়রাস আছে নাকি। তো আশা করি তাদের জন্য এটা অনেক অনেক দরকারি এবং প্রয়োজনীয় একটি পোষ্ট। এবং আপনি আপনার সব রকমের ফাইল ই  চ্যাক করতে পারবেন।এটি একটি অনলাইন ভাইরাস চ্যাকার ওয়েব সাইট এখানে আপনাকে রেজিষ্ট্রেশন বা লগইন এর কোন জামেলা নেই  সরাসরি সাইটে প্রবেশ করে আপনার ফাইলটি আপলোড করে দিলেই হবে। বেশি কথা না বলে চলেন দেখে আসি

প্রথমে এই লিংক এ যান

Free various checker Tools

 

সাইটে প্রবেশ করার পর এরকম একটি পেইজ অপেন হবে।

এখন Choose file   এ ক্লিক করে আপনার ফাইলটি আপলোড করে দিন। আপলোড করার পর একটু অপেক্ষা করেন।

এবার Confirm upload এ ক্লিক করেন।

দেখেন আমার ফাইলটিতে একটি ভইরাস রয়েছে।আরো ডিটেলএ দেখার জন্য ডান সাইটে  Detection অপশনে যান।

আশাকরি বিষয়টি বোঝতে পারছেন।তো সহজেই আপনার ফাইলটি ভাইরাস  চ্যাক করে নিন।

আমার সাইটটিতে ১০/০১/২০২০ ইং তারিখে গিভওয়ে শুরু হবে । ২০০ টাকা বিকাশ অথবা মোবাইল রিচার্জ। যে যে অংশগ্রহণ করতে চান  আমার সাইটটিতে রেজিষ্ট্রেশন করে পাশে থকেন।

TechNoor.xyz

আজ এতটুকি কারো কোন সমস্যা হলে কমেন্ট এ বলেন অথবা ফেসবুক এ মেসেজ করেন

Mehedi Hasan

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন

আসসালামু আলাইকুম ।