আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শিখাতে চলেছি যে কীভাবে আপনারা PowerPoint দিয়ে খুব সহজেই যেকোনো ছবিতে Splash Effect দিতে পারবেন।
এর জন্য আপনার দরকার PowerPoint-এর ২০১৬ বা তার পরের Version।
এছাড়াও যে জিনিসটা আপনার অবশ্যই দরকার তা হচ্ছে একটা File। Splash.pptx নামের এই File টা নিচের Link থেকে Download করে নিন-
Download হয়ে গেলে File টা Open করুন। নিচের মতো একটা Shape দেখতে পাবেন।
এবার আসি আসল কাজে। এখানে সবকিছুই ভেঙে ভেঙে বুঝিয়েছি। কিন্তু Practically না করে শুধুমাত্র দেখলে কিছুই বুঝতে পারবেন না। তাই যদি সত্যিই এটা করতে চান আগে Computer Open করে PowerPoint-এ বসুন। তারপর দেখা শুরু করুন।
প্রথমে Slide-এ আপনার পছন্দের যেকোনো ছবি আনুন। এটা আপনি উপরের Insert থেকে Pictures Option থেকে করতে পারবেন। অথবা, যেকোনো ছবি Copy করে (Ctrl+C) PowerPoint-এ এসে Ctrl+V চাপুন।
ছবিটার উপর Mouse রেখে Right Button চেপে Send to Back-এ গিয়ে Send to Back-এ Press করুন।
এবার ছবিটাকে Splash Shape-টার উপর ভালোভাবে বসান এবং প্রয়োজনে ছোট-বড় করে Adjust করে নিন। তবে হ্যাঁ, Splash-এর কোনো ছিটেফোঁটাও যেনো ছবির বাইরে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন।
এবার Keyboard-এর Control (Ctrl) Key চেপে ধরে রাখুন, ছাড়বেন না। Ctrl চেপে রাখা অবস্থাতে প্রথমে ছবির উপর এবং তারপর Splash-এর উপর Click করুন। তাহলে দুটো একসাথে Select হবে। এবার Ctrl Key ছেড়ে দিন।
এবার সবার উপরে তাকান। দেখবেন “Drawing Tools” নামে একটা Box চলে এসেছে। ওখানে ক্লিক করুন।
এবার উপরের Ribbon-এ বামপাশে থাকা Merge Shapes-এর উপর ক্লিক করুন।
এখানে পাঁচটি Option দেখতে পাবেন। Intersect-এ ক্লিক করুন।
ব্যাস, কাজ শেষ। দেখুন ছবিতে Splash Effect Set হয়ে গেছে।
একটু থামুন! কাজ শেষ হয়নি।
এবার এটার উপর Mouse রেখে Right Button Press করুন। তারপর Save as picture-এ ক্লিক করে ছবিটাকে Save করে নিন।
যদি কিছু বুঝতে না পেরে থাকেন, তাহলে নিচের Videoটা দেখুন, সব বুঝে যাবেন।
How To Add Splash Effect To Picture By PowerPoint
এরকম সব Tutorial তো এখানে দেওয়া সম্ভব নয়, কারণ সবকিছু ছবি দেখে বোঝা যায় না। তাই আপনারা যদি এরকম PowerPoint-এর টুকিটাকি কাজ সহ Logo, Banner, Brochure, Visiting Card, Leaflet, Presentation, Infographic তৈরি ইত্যাদি ইত্যাদি কাজ শিখতে চান; Subscribe করুন আর না করুন, অন্ততপক্ষে দয়া করে একবার আমার Channel টা ঘুরে আসবেন-
ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।