আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ এই ধারাবাহিকের দ্বিতীয় পর্বে আপনাদের সামনে আরো দশটি Font নিয়ে হাজির হলাম। গত পর্বে আমি প্রতিটি Font ভাগ-ভাগ করে দিয়েছিলাম, ভেবেছিলাম সবার তো আর সব Font দরকার হয় না, তাই এটাতে হয়তো সবার সুবিধা হবে। তাতে কয়েকজন বলেছেন এটা অসুবিধাজনক, একেবারে Zip করে Share করতে। তাদের অনুরোধের প্রেক্ষিতে আমি আজ একেবারে ১০টি Font-কে একসাথে Zip করে Share করছি। একেবারে সবার শেষে আপনারা Download Link পেয়ে যাবেন। তার আগে এক নজরে Font গুলো দেখে নিন-

 

Android Insomnia

Beyond Wonderland

DeathRattle BB

DirtyDarren

Florana Initials

Forty-Second Street

Fraktur Broken Glass

Holy Empire

Incubus

 

Proclamate Ribbon Heavy

 

Download

নিচের Link থেকে Zip File টি Download করে নিন-

 

Download (987.4 KB)

 

ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।

 

6 thoughts on "Download করে নিন এমন কিছু অসাধারণ Typography Font যা আপনারা আগে কখনো দেখেননি। [পর্বঃ০২]"

    1. Azim Author Post Creator says:
      ধন্যবাদ।
  1. Rana566 Contributor says:
    Ai font gulu ki vabe kaj kore
    1. Azim Author Post Creator says:
      যেভাবে ইচ্ছা Use করতে পারবেন। আপনার Phone যদি Root করা থাকে, তাহলে FontFix ব্যাবহার করে এই Font গুলো Phone-এর Default Font হিসেবে Set করতে পারবেন।

      আর যদি Computer থাকে তাহলে Font-এর উপর Mouse রেখে Right Button-এ Click করে Install-এ Click করবেন। তাহলে Fontটা Install হয়ে যাবে। এই Font আপনি Microsoft Office Word, Excel, Adobe Photoshop, Illustrator ইত্যাদি ইত্যাদিতে ব্যাবহার করতে পারেন। এগুলো Typography Font। তাই Designing-এর কাজে এগুলো বেশ কাজে লাগে।

  2. destroyer112 Contributor says:
    amar kichu bangla typography er font lagbe azim vaiya.
    can you help me please?
    1. AJ sabbir Author says:
      banglafont.com এ পাবেন

Leave a Reply