বাংলা লেখাকে স্টাইলিশ করার জন্য কিংবা বাংলাতে লোগো বা ব্যানার তৈরীর জন্য বাংলা স্টাইলিশ ফন্ট এর প্রয়োজন পড়ে। ডেস্কটপ কিংবা মোবাইল ফোনে খুব বাংলা স্টাইলিশ ফন্ট গুলোন ইন্সটাল থাকে না। তাই আমাদেরকে আমাদের প্রয়োজনে স্টাইলিশ ফন্টগুলোন খুঁজে বের করে ইন্সটাল করে নিতে হয়। আর, আজকের এই টিউনে আমি আপনাদের নিকট শেয়ার করব জনপ্রিয় ৫ টি বাংলা স্টাইলিশ ফন্ট যেগুলো ব্যবহার করে আপনি আপনার বাংলা লেখা আর্কষণীয় করে তুলতে পারবেন। এর আগে আমি ১০ টি বাংলা ইউনিকোড ফন্ট শেয়ার করেছি। আপনি যদি এই টিউনটি না দেখে থাকেন তাহলে দেখে নিন – Best 10 Unicode Bangla Fonts Pack Free Downlad || ইউনিকোড বাংলা ফন্ট
সব ফন্টগুলোন একটি জিপ ফাইলে রয়েছে তাই খুব সহজেই ৫ টি ফন্ট একবারে ডাউনলোড করে নিতে পারবেন। তবে, ডাউনলোড করার আগে ফন্ট গুলোর নাম এবং ডেমো দেখে নেওয়া যাক।
Awesome 5 Stylish Bangla Fonts Demo
* Zip file Password is S5BF-WIKIBN
এই ছিল আজকের টিউন। আশা করছি পোস্টটি ভালো লেগেছে। কোথাও কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানান। আপনার সুস্থ কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন সুস্থ থাকুন। আমাদের সাথেই থাকুন।
এই ধরনের পোস্ট পেতে ঘুরে আসুন আমার সাইটে এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে –