Site icon Trickbd.com

ক্রোমের থিম এবং এক্সটেনশন ইউজ করুন মাইক্রোসফট এজে!

আপনি যদি অনলাইনে রেগুলার টেকনোলজি বিষয়ে আর্টিকেল পড়ে থাকেন তাহলে এটা নিশ্চয় শুনে থাকবেন যে মাইক্রোসফট তাদের এজ ব্রাউজারকে একটি ক্রোমিয়াম ভিত্তিক ব্রাউজারে মুভ করেছে। এঁর মানে এখন এজ ব্রাউজারে ক্রোম ওয়েব স্টোরের সকল এক্সটেনশন ইনস্টল করতে পারবেন।  শুধু এক্সটেনশন নয় আপনি এজ ব্রাউজারে ক্রোমের থিমগুলোও ইনস্টল করে এজ ব্রাউজারকে অসাধারন লুক দিতে পারেন। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এজ ব্রাউজারে ক্রোম ওয়েব স্টোরের থিম এবং এক্সটেনশন ইনস্টল করবেন।

যেভাবে ইনস্টল করবেনঃ

 

 

 

 

 

 

যদি  ‘Allow installation of external store themes’  এই অপশন সার্চ করে খুজে না পান তাহলে এই পদ্ধতি ফলো করুন।

 

 

 

বন্ধুরা এই আর্টিকেল এই পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো আর্টিকেলে, ধন্যবাদ

Content Copyright:  Trickjal.xyz