Site icon Trickbd.com

Download করে নিন Simple Design-এর একটি Virtual ঈদ কার্ড

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি ঈদ কার্ড নিয়ে এসেছি। শুনে একটু বাচ্চামি মনে হলেও দেখুন, ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য তো আর বয়স লাগে না। আপনারা হয়তো ভাবছেন এই “Virtual” ঈদ কার্ডটা আবার কী? এটা আসলে কিছুই না। এখন তো লকডাউন চলছে, তাই হতে হাতে যেহেতু ঈদ কার্ড দেওয়া সম্ভব নয় সেজন্য এগুলো আপনারা যাতে Social Media বা অন্য কোথাও Share করতে পারেন, তাই এটাকে এরকম একটা নাম দিলাম। ভুল-ত্রুটি হলে মাফ করবেন।

 

এবার আসি আসল কথায়। ঈদ কার্ডটা একেবারেই সাদামাটা, আমার হাতে তৈরি। একবার এটি দেখে নিন-

এটার মোট পাঁচটি রং আছে। সবগুলোর ছবি দিলে অনেক জায়গা লাগতো তাই দিইনি। রংগুলো হচ্ছে: কালচে লাল, নীল, ইসলামী সবুজ, কমলা ও বেগুনী। আর প্রত্যেকটা রঙেরই কার্ডকে আপনি ৩টি Format-এ Download করতে পারবেন। যথা: .png (Portable Network Graphics) অর্থাৎ ছবি, .ai (Adobe Illustrator Artwork) ও .docx (Microsoft Office Word Document)।

 

নিচে ক্লিক করে কার্ডটি Download করে নিন-

 

ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অগ্রিম ঈদের শুভচ্ছা। আসসালামু আলাইকুম।

Exit mobile version