হেলো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে কোয়ালিটি লস না করেই ইমেজ কম্প্রেস করার জন্য সেরা কয়েকটি অনলাইন টুল নিয়ে কথা বলবো। তো টুল গুলো নিয়ে কথা বলার আগে কিছু কথা বলি।
কেন ইমেজ কম্প্রেস করবেন?
বন্ধুরা আমাদের যাদের নিজস্ব ওয়েবসাইট আছে তাদের এই টুল গুলো প্রয়োজন। দুইটি কারনে আপনার ইমেজ কম্প্রেস করার প্রয়োজন হতে পারে।
বন্ধুরা আমাদের যাদের নিজের একটি ব্লগ আছে এবং শেয়ারড হোস্টিং ইউজ করি তাদের সাইটের ইমেজগুলো হোস্ট করার জন্য অনেক স্পেসের প্রয়োজন হয়। যার জন্য একটি নির্দিষ্ট পরিমান পেমেন্ট করতে হয় এছাড়া যারা আপনাদের সাইট ভিজিট করে তাদের সাইট লোড হতে বেশী সময় লাগে। তবে আপনি যদি ইমেজ গুলো সাইজে কম্প্রেস করে পোস্ট করেন তাহলে সাইট দ্রুত লোড হবে সেই সাথে আপনার ইমেজ হোস্ট করার জন্য কম হোস্টিং এঁর প্রয়োজন হবে, সেই সাথে আপনার ভিজিটর আপনার সাইট দ্রুত অ্যাক্সেস করতে পারবে। অনেক ভালো তাই না? হ্যাঁ অবশ্যই ভালো, তাই আমি আজ আমি অনলাইনে ইমেজ কম্প্রেস করার জন্য কয়েকটি অনলাইন টুল শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক।
আরো পড়ুনঃ আপনার অনলাইন একাউন্ট সুরক্ষিত রাখার জন্য যা যা করা উচিত
1. JPEG Optimizer
2. Optimizilla
আপনি যদি ইমেজের কোয়ালিটি ঠিক রেখেই ইমেজ সাইজে কম্প্রে করত চান তাহলে আপনি অপটিমিজিলা ট্রায় করতে পারেন। এটি একটি টপ রেটিং যুক্ত একটি ইমেজ কম্প্রেস করার টুল। একতি মজার বিষয় হলো এই টুলটি ইমেজ কনভার্ট করার পর ইমেজের আগের এবং পরের উভয় সংস্করণ দেখায়।
3. TinyPNG
4. CompressNow
5. GiftOfSpeed
6. Compress JPEG
কম্প্রেস জেপিইজি আপনার জন্য একটি বেস্ট অনলাইন ইমেজ কম্প্রেসর টুল হতে পারে। এটাতে সর্বচ্চ ২০ টি ইমেজ একই সাথে আপলোড করে কম্প্রেস করতে পারেন।
7. TinyJPG
উপরে আপনারা TinyPNG নামক একটি টুল দেখেছেন যেটা পিএনজি টাইপের ইমেজ কম্প্রেস করার জন্য ইউজ করা হয়। এবার এলো TinyJPG এঁর পালা এটা জেপিজি এবং জেপিইজি টাইপের ইমেজ কম্প্রেস করার জন্য ইউজ করা হয়। এটাতেও আপনি সর্বচ্চ ২০ টি ইমেজ সিলেক্ট করে আপলোড করতে পারেন।
8. Reduce Images
এটা মুলত একটি ইমেজ রিসাইজ করার টুল। তাই আপনি যদি ইমেজ রিসাইজ করার কোনো টুল খুজে থাকেন তাহলে আপনি এটা ট্রায় করতে পারেন।
9. Image Optimizer
এটাই এই লিস্টের মধ্যে একমাত্র ইমেজ কম্প্রেসর টুল যেটা সব ফরম্যাটের ইমেজ কম্প্রেস করতে পারে। ইমেজ অপ্টিমাইজার টুলটি ইউজ করে আপনি একই সাথে ইমেজ রিসাইজ করতে পারেন এবং কম্প্রেস করতে পারেন। এই টুলটির উইন্ডজ সফট ওয়্যার রয়েছে যেটা ইউজ করে আপনি অফলাইনে ইমেজ কম্প্রেস করতে পারেন।
10. PS2PDF
PS2PDF এই সাইটটিতে অনেক টুল রয়েছে। এই সাইট ইউজ করে আপনি যেসব কাজ করতে পারেন।
- কম্প্রেস পিডিএফ
- ইমেজ থেকে পিডিএফ কনভার্ট
- ম্যারেজ পিডিএফ
- কম্প্রেস ইমেজ
আরো পড়ুনঃ ফেসবুকে ভিডিও অটো প্লে ডিসেবল করে আপনার ডেটা বাঁচান
তো বন্ধুরা এই ছিলো আজকের আর্টিকেল ,ভালো লাগলে আমার ব্লগ সাইট ভিজিট করার অনুরোধ রইলো, ধন্যবাদ।