“আসসালামু আলাইকুম ”

কেমন আছেন সবাই।  আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাকে ফেসবুক এ মেসেজ করে জানতে চেয়েছে লাইভ টিভি লিংক কিভাবে খুব সহজে বের করা যায়।

অনেক গুলো উপাই আছে। কিছু apps আছে যে গুলা mX প্লেয়ার দিয়ে লাইভ টিভি দেখার সুযুগ করে দিছে। সেই সব apps থেকে আপনি খুব সহজে লাইভ টিভির লিংক ব্যবহার করতে পারবেন।

গুরুত্বপূর্ণ কিছু কথা

আপনারা জানেন যে লাইভ টিভি লিংক শেষ এর এক্সটেনশন হয় (.m3u8)। কিছু লিংক আছে যা ২৪ ঘন্টা পর পর তাদের ssl লিংক autocratic block করে দেয়। যার ফলে সেটা আর ব্যবহার করা যায় না।

আবার কিছু লিংক Wsm ব্যবহার করে,  যা আপনি যত বার আপনার ডিভাইস থেকে লাইভ টিভি দেখার অনুরুধ করবেন তত বার আপনার লোকেশন হিস্টরি, আপনার ডিভাইস এর নাম, আপনার আইপি, ম্যাক address, সময়, তারিখ দিয়ে একটি সিকিউরিটি Wsm টোকেন তৈরি করে দেয়। যা ক্যাক করা অনেক এতটা সহজ নায়।

তবে আমাদের দেশ এর অনেক IPS এই গুলা ব্যবহার করে না। তাদের লিংক খুব সহজে ক্যাক করা যায়। যেমনঃ Ebox, BDlive, AmarTV, Moviemela, FtbBD ইত্যাদি। 

তো চলুন এবার কাজের কথায় আসি।

MX player দিয়ে লিংক বের করার উপাই

১. প্রথমে এমন একটি apps নির্বাচন করুন যা MX প্লেয়ার দিয়ে লাইভ টিভি দেখতে দেয়।

২. এবার কোন চ্যানেল প্লে করতে গেলে এমন দেখাবে । সেখান থেকে MX player সিলেক্ট করুন।

৩. MX player ওপেন হলে দেখবেন প্লেয়ার এর ঠিক উপরে ডান পাশে ৩টা ডট চিহ্ন আছে। সেখানে টার্চ করে Tools এ প্রবেশ করুন।

৪. তারপর সেখান থেকে Share এ ক্লিক করুন

দেখুন লিংক দেখা যাচ্ছে।

এবার কপি করে আপনার নোট প্যাড এ নোট করে রেখে দিন।

এভাবে খুব সহজে লিংক বের করতে পারবেন৷

তো কেমন লাগল আজকের ট্রিকস কমেন্ট করে জানাবেন। অথবা

যোগাযোগ:

ফেসবুক

এখন ডিসকাভারি চ্যানেল কোন apps বাংলায় দেখতে ভিজিট করুনঃ Visit করুন এখানে ক্লিক করে

-ধন্যবাদ

12 thoughts on "MX Player দিয়ে যেভাবে লাইভ টিভি লিংক বের করে নিজের ওয়েবসাইট এ ব্যবহার করবেন দেখে নিন।"

    1. Umar Author Post Creator says:
      Thank you
  1. Rahim Contributor says:
    Good post
    1. Umar Author Post Creator says:
      Thank you
  2. palash roy Contributor says:
    vaix player diye live tv dekhavjay akta apps ar name bolun
  3. palash roy Contributor says:
    vai mx player diye live tv dekha jay
    amon akta app name bolun
    1. Sayfullah Contributor says:
      Hd streamz, Livenet Tv.
  4. ???? ✅ Contributor says:
    জোস আইডিয়া

Leave a Reply