Howdy Everyone,
Shutterstock থেকে Premium ছবি Download করবেন ফ্রিতেই কিন্তু Shutterstock কী তা জানা তো জরুরী! তাই না?
➠শাটারস্টক হল আমেরিকান স্টক ফটোগ্রাফি, ফুটেজ, মিউজিক এবংঅন্যান্য সরঞ্জাম সরবরাহকারী একটা Site। এটির সদর দপ্তর নিউইয়র্কে। প্রোগ্রামার এবং ফটোগ্রাফার জোন অরিঞ্জার দ্বারা 2003 সালে প্রতিষ্ঠিত হয় সাইটটি।
➠শাটারস্টক প্রায় 200 মিলিয়ন ভিডিও(animation & other footage) ক্লিপ এবং Music ট্র্যাক। প্রায় 200 মিলিয়ন রয়্যালটি-মুক্ত স্টক ফটো, ভেক্টর গ্রাফিক্স নিয়ে যেন এক বিশাল লাইব্রেরি এই শাটারস্টক।
মূলত Subscription করা লাগে এই Site থেকে Image,Video clip, Audio Beat গুলো Download করার জন্য। Subscription Cost গুলো দেখে নিন-
⟿তাছাড়া Free Trail Subscription এ 10টা Image Download করতে পারেন যদি sign up এর সময় ‘PICK10FREE’ এই Code use করেন
আর কীভাবে কোন account খোলা ছাড়াই Freeতেই Image & clip গুলো Download করবেন, সেই Trickটাই দেখাব।
Simple stepগুলো Follow করতে থাকেন-
✿প্রথমেই এই সাইটে প্রবেশ করুন
✿আমি এই পোস্টটের Features Photo ঠিক করার জন্য একটা Background Image ঠিক করছি, আপনি আপনার ইচ্ছা মত একটা Choose করেন
✿ঐ Image এ Click করে Image সাইটে প্রবেশ করুন
✿এবার ঐ Image এ Click কে scrren এ POP করে নিয়ে আসেন
✿এখন Address Bar এর Url Copy করুন
✿এরপর ঐ কপিকৃত Link এই সাইটে Paste করে দিন
✿Generate Link এ click করার পর Download Option আসবে,
✿Download এ click করলে ছবি আলাদা ভাবে Browse হবে তখন মাউসে Right click করে Save As এর মাধ্যমে Download করে নিন
আশাকরি যার Blogger বা Youtuber আছেন তারা Thumbline কিংবা Features Photo-র জন্য ShutterStock এর Image ব্যবহার করে উপকৃত হবেন। আমিও Shutterstock থেকে Image নিয়ে Canva তে Edit করে Trickbd তে Features Photo দেই তাছাড়া Youtube এ Thumbline ও Create করি।তাই tricksটা Share করলাম আপনাদের সাথে।
?উপরের সব Step Simply বুঝিয়েছি বুঝতে অসুবিধা হলে 2minutes Tutorial টা দেখতে পারেন?
(rotate Your Android To see full Screen)
➤Facing Any Problem! Let me Know Here! (telegram) Or comment Below☟
Bye?