Howdy Everyone,
বর্তমানে Link Shorten করে অনেক Business হচ্ছে যা কিনা হিসাবের বাহিরে। আপনি কোন Movie,importent file বা Crack software Download করতে গেলে দেখা যায় ads fly, file upload এর মত কোন বাজে adsযুক্ত site এ redirect করা হয়, প্রায় 3-4টা Process/Ads দেখার পর কাঙ্খিত Link এ পৌছাততে পারেন। তাছাড়া সেকেন্ডে সেকন্ডে Pop up করে কিছু বাজে Ads দেখা যায়, যা সত্যিকার অর্থে বিরক্তিকর। আপনি কীভাবে Link shorten করবেন বা এর থেকে কীভাবে আয় করবেন তা সব জায়গায় পাবেন কিন্তু আজকে এমন কিছু Site এর সাথে পরিচয় করিয়ে দেব যেখানে খুব সহজেই Shorten Link কে Unshorten করতে পারবেন।
তো শুরু করা যাক-
এটা মূলত HAcker দের বিভিন্ন URL Detect করতে এবং কোন প্যাচে না ফেলে Direct Link এ প্রবেশ করতে সাহায্য করে।
নাম শুনেই বুঝা যাচ্ছে যে এটি Shorten url কে এর মেইন Large Url এ Convert করতে সাহায্য করবে।
এখানে Link Expend এর পাশাপাশি Link decryptও করা যায় সহজেই।
এই সাইটে t.co, goo.gl, bit.ly, amzn.to, tinyurl.com, ow.ly, youtu.be এবং আরও অনেক short link unshorten করা যায়
মূলত এটার কাজও Same, Shorten Link কে Unshorten করা, Extra decrypt/encrypt type কোন Features নাই।
এরকম siteগুলো একনজরে দেখে নিন-
এই Siteটি আমার পছন্দের, এটাই আমি use করি সাধারণত। একটা Short Tutorial দেখানো হল কীভাবে Unshorten করবেন-
?প্রথমে আপনার Shorten Link টি Copy করে উপরের যেকোন একটা Site এ কাঙ্খিত জায়গায় Paste করে দিন।
? ব্যাস “Unshorten it” button এ Click করলেই Link এর Direct Form এবং আরও অন্যান্য Details দেখতে পাবেন।
Simple?(Rotate Androaid Device To see full Screen)
Test link-[https://bit.ly/350wuTw]
আশাকরি Shorten Link এর বিরক্তিকর Ads থেকে মুক্তি পাবেন।
sitt.ml ও ভালো
uporer shob gulai bhalo?
eg. https://sitt.ml/u/shakib