আসসালামুআলাইকুম।
ও হিন্দু ভাইদের জানাই আদাব।
প্রতিবারের মতো আবারো আরেকটি ট্রিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।
টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন, আজকে কোন ট্রিকটা আপনাদের মাঝে শেয়ার করব।
অনেকের ফোনে ফোন আসলে বা বিভিন্ন কারনে ৪জি থেকে নেটওয়ার্ক ২জি বা ৩জি তে নেমে যায়।
তাদের জন্য সমাধান ও কার্যকারি পোস্ট এটা।
বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ।
এই যুগে নেটওয়ার্ক অনেক ফাস্ট আগের তুলনায়।
তবে মাঝে মাঝে এরকম ডিস্টাব করলে অনেক সমস্যা ফেস করতে হয়।
আজকে যে ট্রিক টা দেব, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে।
এছাড়া ও যেখানে নেটওয়ার্ক একদম নেই,আপনি এই ট্রিকটা ব্যাবহার করলে আশা করি অনেক ভাল নেটওয়ার্ক পাবেন।
ট্রিক টা শেয়ার করা আগে গুরুত্বপূর্ণ কথাঃ
[ বিঃদ্রঃ যাদের এলাকায় 4G Vole নেই,তারা এই ট্রিকটা করলে নেটওয়ার্ক অনেক ভাল স্পীড পাবেন, কিন্তু যতক্ষন ট্রিকটা রাখবেন ততক্ষন হাই -স্পীডে নেট চলবে, কিন্তু আপনি কাউকে ফোন দিতে পারবেন না এবং আপনাকে কেউ ফোন দিতে পারবে না, তবে মেসেজ করা যাবে, 4G Vole এক্টিভ থাকলে ফোন ইনকামিং ও আউটগোইং হবে]
[ যে সিমে করবেন সেই সিম অবসসই ১ নাম্বার স্লটে থাকতে হবে]
এছাড়া ও আপনার ফোন নেট চলবে অনেক ফাস্ট স্পীডে।
অনেক সময় দেখা যায়, আপনার ফোনের নেটওয়ার্ক ৪জি, কিছু ডাউনলোড দিলেন।
এই সময় কেউ ফোন দিলো তখন নেটওয়ার্ক ২জি/৩জি হয়ে যায়।
এবং ডাউনলোড ফাইল ফেইল্ড হয়ে যায়।
এরকম সমস্য্য পড়তে হবে না।যদি আজকের ট্রিকটা ফলো করেন।
কথা না বাড়িয়ে শুরু করা যাক।
প্রথমে নিচের লিংক থেকে এপ্সটি ডাউনলোড করে নিনঃ
ডাউনলোড করা হয়ে গেলে এপ্সটি ওপেন করুন
তার পর এখানে ক্লিক করুন
তার পর এখানে ক্লিক করুন
তার পর
তার পর আপডেট এ ক্লিক করে দিন
কাজ শেষ!
এবার দেখুন হাই স্পীডে নেট চলবে।
আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।
যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon
ধন্যবাদ