Site icon Trickbd.com

[hot_post]এখন থেকে ফ্রিতেই নিয়ে নিন Unlimited Se.Ke ডোমেইন।না দেখলে চরম মিস(java+android)

Unnamed

আসসালামু আলাইকুম।আপনারা সকলে কেমন আছেন?আশা করি ভালোই আছেন।কেউ ভালো না থাকলে আমাদের প্রিয় ট্রিকবিডি সাইট কেউ ভিজিট করে না।আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা পোষ্ট নিয়ে।যার মাধ্যমে আমরা নতুন কিছু শিখবো এবং যানতে পারবো।

একটা কথাঃ আমি একজন মানুষ আর মানুষ মাত্রই ভুল আমার যদি ভুল হয় তাহলে কেউ খারাপ কমেন্ট করবেন না।আর যদি পারেন তাহলে কমেন্টে ভুলটা দেখিয়ে দিবেন।তাহলে আমি ভুলটা সংশধনের চেষ্টা করব।আর পোষ্টটা পড়ে যদি,একটুও উপকৃত হন তাহলে একটা কমেন্ট ও একটা লাইক দিয়ে যাবেন।
আশা করি আপনার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে,আজ কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি?


তো চলুন শুরু করা যাক।
আজকে আমি আপনাদের শিখাবো যে কিভাবে ডোমেইন ফ্রিতে নিবেন।এই ট্রিকটা কিছু মানুষ জানে আমার অনেকেই জানেনা।তাছাড়া অনেকেই এই ডোমেইনটার জন্য টাকা ব্যায় করেছে।তারা মনে করে এইটা পেইড ডোমেইন।আর অনেকেই এই কথার সুযোগ নিয়ে এই ডোমেইন বিক্রি করছে।তাদের কথাভেবে আমি এই পোষ্টটা করলাম।আশা করি এই পোষ্টটা তাদের উপকারে আসবে যারা এই ডোমেইন টাকা দিয়ে কিনেছে।আর এই পোষ্ট পড়ে তারা তাদের নিজের ভুল বুঝতে পারবে।
তো এতক্ষণ অনেক কথাইতো বলে ফেল্লাম এবার কাজের কথায় আসা যাক।
যারা এই ডোমেইন নিতে পারেন না তারা নিচের নিয়মগুলো দেখুন।সবকিছু যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আশা করি 100% সফল হবেন।
তো শুরু করা যাকঃ[/u]

প্রথমে আপনি এখানে ক্লিক করুন অথবা আপনার ব্রাওজারের সার্চবারে se.ke লিখে সার্চ করুন।ঠিক নিচের ফটোর মতো করে।

যদি সঠিকভাবে সার্চ হয় তাহলে ঠিক নিচের মতো একটি পেজ আসবে

এখন একটু নিচে এসে Registar লেখাতে ক্লিক করুন।নিচের ফটোর মতো করে।

Registar লেখাতে ক্লিক করার পর ঠিক নিচের মতো একটি পেজে ওপেন হবে।

এখন Username এর বক্সে আপনার ইউজারনেম দিন।যেমন আমি দিলাম webmastar.ঠিক নিচের মতো।

Email:এখানে আপনি আপনার Email Address দিন।যেমন আমি দিলাম webmastar@gmail.com .ঠিক নিচের মতো করে।

Password: এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিন।ঠিক নিচের মতো করে।

এখন Registar বাটন এ ক্লিক করুন।নিচের মতো।

যদি সবকিছু ঠিক থাকে তাহলে নিচের মতো একটা পেজ আসবে।

এখন একটু নিচে এসে Add Domain লেখাতে ক্লিক করুন।ঠিক নিচের মতো করে।

এরপর ঠিক নিচের মতো একটা পেজ আসবে।

Domain: এখানে আপনি আপনার একটা Domain এর নাম লিখুন।যেমন আমি লিখলাম Trickbd.ঠিক নিচের মতো করে।

Ns1: এখানে আপনি আপনার ডোমেইনের প্রথম নেম সার্ভার দিন।যেমন আমি Wapkiz এর জন্য ডোমেইন নিবো তাই আমি দিলাম Ns1.Wapkiz.com .ঠিক নিচের মতো করে।

Ns2: একইভাবে আপনার ডোমেইনের দ্বিতীয় নেম সার্ভার দিন।যেমন আমি দিলাম Ns2.Wapkiz.com .ঠিক নিচেয মতো করে।

এখন আপনি নিচের মতো করে Add Domain বাটনে ক্লিক করুন।

এখন দেখুন আমার ডোমেইন নেওয়া হয়েছে আর Active দেখাচ্ছে।

কাজ শেষ।আশা করি বুঝতে পেরেছেন।আপনারা এইভাবেই আরো ডোমেইন নিতে পারবেন।

জাভা বিষয়ে যেকোনো কিছু ডাউনলোড করতে চাইলে এখুনি ভিজট করুন Bonijava.Tk
আর যেকোনো Youtube Video 3gp আকারে ডাউনলোড করতে চাইলে এখুনি ভিজিট করুন Bkyoutube5 .

আজ এই পর্যন্তই।দেখা হবে পরের অন্য কোনো পোষ্টে।ততক্ষন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন।আর পোষ্টটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে শেয়ার করুন।আর একটা লাইক করবেন প্লিজ।