কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ট্রিক শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ।
আমাদের অনেকের ফোনে অনেক ধরনের গুরুত্বপূর্ণ মেসেজ থাকে । অনেক সময় ভুলবশত কারণে আমাদের ফোন থেকে গুরুত্বপূর্ণ মেসেজ ডিলিট হয়ে যায় , পরবর্তীতে মেসেজটি কে আমরা কোথাও খুঁজে পাইনা । এরকম ঘটনা আমাদের সাথে প্রায়ই হয়ে থাকে । ভাবুন তো যদি ম্যাসেজটি কে পুনরায় পুনরুদ্ধার বা Recover করা যায় তাহলে কেমন হবে..? অবশ্যই ভালো হবে । আপনাদের সাথে আজকে এই ট্রিকটাই শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে ” Delete হয়ে যাওয়া Message Recover করা যায় “।
তাহলে শুরু করা যাক ।
1. Message Recover করার জন্য প্রথমত আমাদের একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে । ডাউনলোড করার জন্য নিচে যান ।
APPS DETAILS :
Apps Name : Free Sms Recovery
App Size : 1.8 MB
App Version : 3.42
App Subscription : Premium
Apps Pro Features :
1. Unlimited Sms Recovery One Click
2.All Ads Removed
Download Message Recover
2 . দ্বিতীয়তঃ আমাদের প্রথমে অ্যাপস টি ওপেন করতে হবে এর পর Read SMS Permission চাইবে
3. প্রথমে আমি আমার একটি Message Delete করলাম
4. এখন আবার অ্যাপসটি ওপেন করি এসএমএস Recover করার জন্য তারপর ” Show deleted text message by threads ” এ ক্লিক করি
এভাবেই আপনি আপনার Delete হয়ে যাওয়া Message গুলো Recover করতে পারবেন ।
আজ এ পর্যন্তই ,যে কোন Premium Apps লাগলে বলতে পারেন দেওয়ার চেষ্টা করবো । এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করবো ।
ধন্যবাদ সবাইকে ।