Site icon Trickbd.com

আপনি ছাড়া আপনার ফোনে আসা কল কেউ রিসিভ করতে পারবে,দেখতে ও পাবে না কে কল করেছে,চমৎকার একটি ট্রিক।

Unnamed

আসসালামুআলাইকুম।
ও হিন্দু ভাইদের জানাই আদাব।আশা করি সবাই ভাল আছেন। কারন ট্রিকবিডির সাথে থাকলে সবাই অনেক ভাল থাকে।কারন ট্রিকবিডির সাথে থাকলে নিত্যনতুন ট্রিক ও টিপস সম্পর্কে খুব সহজে জানা যায়।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে হাজির হলাম চমৎকার একটি ট্রিক নিয়ে। টাইটেল দেখে অনেকে বুঝে গেছেন আজকে কোন ট্রিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আজকের ট্রিক হলো, আপনার ফোনে ফোন আসলে কেউ দেখতে পারবে না যে আপনাকে কে কল করেছে এবং রিসিভ ও করতে পারবে না আপনি ছাড়া। অসাধারণ একটি ট্রিক। অনেক সময় আমাদের এই ট্রিকটা দরকার হয়। অনেকে এই ট্রিক টি খুজছিলেন।আজকে এমন একটা অসাধারণ ও চমৎকার ট্রিক নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ধরুন আপনার ফোন কারো কাছে রেখে গেলেন এই সিস্টেম করে রেখে গেলে কেউ বুঝবে না যে কে আপনাকে কল দিল ও রিসিভ ও করতে পারবে না। কথা না বাড়িয়ে কাজের দিকে যাই।এই ট্রিক টির জন্য একটা ছোট্ট এপ্স দরকার হবে।নিচের ডাউনলোড লিংক থেকে এপ্সটি ডাউনলোড করে নিনঃ

Download

তার পর এপ্সটি ওপেন করুন

তার পর উপরের পারমিশন গুলো দিয়ে দিন

তার পর এখানে ক্লিক দিন

এখন, আপনি কোন লক দিবেন,পিন নাকি প্যাটান সিলেক্ট করুন

তার পর ২য় ধাপে ক্লিক করুন,
ইচ্ছামত পিন/প্যাটান দিয়ে দিন

তার পর এখানে টিক মার্ক দিয়ে দিন

এখন কাজ শেষ!

কল এসেছে দেখুন! লক খোলা ছাড়া রিসিভ/নাম্বার দেখা যাচ্ছে না।

লক খোলার পর নাম্বার দেখা যাচ্ছে ও রিসিভ ও করা যাচ্ছে

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।

সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ