আসসালামু আলাইকুম,
আজ আপনাদের সাথে সেয়ার করব কিভাবে টাইপিং ছাড়া মুখে বলে খুব সহজে বাংলা লিখবেন।
বাংলা বলতে গেলে অল্প সময়ে অনেক বলা যায় কিন্তু বাংলা টাইপিং করতে গেলে অল্প সময়ে বেশি লেখা যায় না। যার ফলে আমাদের অনেক সময় নষ্ট হয়। আর যারা বাংলায় কনটেন্ট লিখেন তাদের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ। আপনি কথা বলবেন এবং সেটা সাথে সাথে লেখা হয়ে যাবে।
Full Post টা পড়বেন । আপনাদের সুবিধার জন্য ভিডিও দিলাম, বুঝতে না পারলে ভিডিও টি দেখবেন।
তাহলে চলুন শুরু করা যাক,
প্রয়োজনীয়তা:
- Chrome Browser
- laptop or Pc (পিসি হলে ইয়ারফোন ব্যবহার করতে হবে)
- Internet
এখন,
1. প্রথমে স্ক্রিনশটে দেখানো ডট মেনুতে ক্লিক করুন।
2. একটু নিচে এসে Docs ক্লিক করুন।
3. স্ক্রিনশটে দেখানো Blank পেজ এ ক্লিক করুন।
4.তারপর টুলস অপশন সিলেক্ট করুন।
5.এখন ভয়েস টাইপিং অপশনে ক্লিক করুন।
6. স্ক্রিনশটে দেখানো এখান থেকে আপনি যে ভাষায় কথা বলবেন সে ভাষাটা পরিবর্তন করে নিন।
7. এখানে ট্যাপ করে বলা শুরু করুন ।
8. ক্লিক করার সাথে সাথে মাইক্রোফোন অন হবে আবার দ্বিতীয়বার ক্লিক করলে মাইক্রোফোন অফ হবে।