আসসালামু আলাইকুম,

আজ আপনাদের সাথে সেয়ার  করব কিভাবে টাইপিং ছাড়া মুখে বলে খুব সহজে বাংলা লিখবেন।

বাংলা বলতে গেলে অল্প সময়ে অনেক বলা যায় কিন্তু বাংলা টাইপিং করতে গেলে অল্প সময়ে বেশি লেখা যায় না। যার ফলে আমাদের অনেক সময় নষ্ট হয়। আর যারা বাংলায় কনটেন্ট লিখেন তাদের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ। আপনি কথা বলবেন এবং সেটা সাথে সাথে লেখা হয়ে যাবে।

 Full Post টা পড়বেন । আপনাদের সুবিধার জন্য ভিডিও দিলাম, বুঝতে না পারলে ভিডিও টি দেখবেন।

তাহলে চলুন শুরু করা যাক,

প্রয়োজনীয়তা:

  1. Chrome Browser
  2. laptop or Pc (পিসি হলে ইয়ারফোন ব্যবহার করতে হবে)
  3. Internet

এখন,

1. প্রথমে স্ক্রিনশটে দেখানো ডট মেনুতে ক্লিক করুন।

 

2. একটু নিচে এসে Docs ক্লিক করুন।

 

3. স্ক্রিনশটে দেখানো Blank পেজ এ ক্লিক করুন।

 

4.তারপর  টুলস অপশন সিলেক্ট করুন।

 

5.এখন ভয়েস টাইপিং অপশনে ক্লিক করুন।

 

6. স্ক্রিনশটে দেখানো এখান থেকে আপনি যে ভাষায় কথা বলবেন সে ভাষাটা পরিবর্তন করে নিন।

 

7. এখানে ট্যাপ করে বলা শুরু করুন ।

 

8.  ক্লিক করার সাথে সাথে মাইক্রোফোন অন হবে আবার দ্বিতীয়বার ক্লিক করলে মাইক্রোফোন অফ হবে।

 

Help Menu:

Contact me on Facebook

Contact me on YouTube

ধন্যবাদ।

5 thoughts on "খুব দ্রুত বাংলা লিখুন টাইপিং ছাড়া 2021"

  1. Abdus Sobahan Contributor says:
    old trick btw tnx for the post ?
    1. Mehedi Hassan Author Post Creator says:
      সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
  2. Sᴋ᭄Sᴀʙɪʀ Author says:
    মোবাইলে হলে ভালো হতো
    1. Mehedi Hassan Author Post Creator says:
      ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনার জন্য পোস্ট করা হলো
      আশা করি পোস্টটা দেখবেন

      https://trickbd.com/android-tips/720858

      ভিডিও টিউটোরিয়াল
      https://www.youtube.com/watch?v=IocYBWuo4cQ

Leave a Reply