কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে পঞ্চম পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন
আজকের বিষয় Heroku কি এবং কিভাবে Heroku Account তৈরি করবো…?
1 ➜ Heroku কি…?
Heroku হলো পরিষেবা হিসেবে একটি Container-Based (ধারক-ভিত্তিক) Cloud Platform । যারা Free & Paid Service দিয়ে থাকে । বিকাশকারীরা আধুনিক Application স্থাপন, পরিচালনা এবং স্কেল করতে Heroku ব্যবহার করে । Heroku প্ল্যাটফর্মটি মার্জিত, নমনীয় এবং সহজেই ব্যবহারযোগ্য, বিকাশকারীরা Heroku এর মাধ্যমে সহজেই তার Application পরিচালনা করতে পারে ।
২ ➜ কিভাবে Heroku Account তৈরি করবো…?
Heroku Account তৈরি করার জন্য
প্রথমে আমাদের Heroku.com এ যেতে হবে । এখন আমাদের Sign Up For Free তে Click করতে হবে
এখন Screenshot টি এর মতো আপনার সব তথ্য দিয়ে ফরমটি পূরণ করে CREATE FREE ACCOUNT এ Click করতে হবে
এখন আপনি ফরমটি পূরণ করার সময় যে Mail টি ব্যবহার করছেন সেই মেইলে একটি Mail যাবে একাউন্ট Active করার জন্য
এখন আমাদের সেই মেইলটি চেক করে Activation Link এ Click করে একাউন্ট Active করতে হবে
এখন আমাদের Password সেট করতে হবে , আপনার ইচ্ছা মত Password সেট করে SET PASSWORD AND LOGIN এ Click করতে হবে
এখন CLICK HEAR TO PROCEED এ ক্লিক করে Accept এ Click করতে হবে
৩ ➜ . বিস্তারিত জানতে এবং Telegram Bot বিষয়ে Live Help পেতে আমাদের Telegram Community তে জয়েন হতে পারেন
আজ এখানেই শেষ করলাম , আমি মনে করি Heroku এর বিষয়ে এই পোস্টটি যথেষ্ট । যদি বুঝতে সমস্যা হয় বলবেন । আপনারা হয়তো এখনো অনেকে ভাবছেন Heroku এর কাজ কি…? পরবর্তীতে পার্টে যখন Bot তৈরি করবো তখন আপনি নিজেই বুঝতে পারবেন Heroku এর কাজ কি । পরবর্তীতে পার্টে জানাবো কিভাবে একটি Language Translation Bot তৈরি করবো..? সবাই ভালো থাকবেন ভালোর দলে থাকবেন ।
যেকোনো Premium Android or Pc Software , Account , Course , Bin , Premium Account , Netflix , Amazon Prime Other & WordPress , Blogger Tamplate , Bot Making Help লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সবকিছু Free