Hoichoi কি?
Hoichoi হল এমন একটি প্ল্যাটফর্ম, যেটা এক কথায় বিনোদনের খাজানা। বলা যায় বাংলা এবং হিন্দি সিনেমা,TV Shows,অরিজিনাল ওয়েব সিরিজের ভান্ডার হইচই
কিন্তু এটা প্রিমিয়াম জিনিস Subscription কিনে দেখা লাগে। তাই অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও ইউজ করতে পারেন না। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিতেই হইচই’য়ের বিনোদন জগতে প্রবেশ করবেন ?
যেভাবে Hoichoi প্রিমিয়াম একদম ফ্রিতেই ইউজ করবেন
Hoichoi প্রিমিয়াম ইউজ করার জন্য আপনাদের হইচই এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেয়া একাউন্ট লাগবে আর ঐ একাউন্টগুলা দিয়ে লগিন করলেই সব বাংলা এবং হিন্দি সিনেমা, অরিজিনাল ওয়েব সিরিজ ফ্রিতেই দেখতে পারবেন
তো এখন আমি আপনাদের সাথে অনেকগুলো প্রিমিয়াম একাউন্ট শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের সবার হয়ে যাবে।
আর প্রতিটা একাউন্ট একসাথে কয়জন ইউজ করতে পারবেন তার একটা limitation আছে তাই সব একাউন্টে সবাই লগিন করতে পারবেন না, এজন্য একটা ট্রাই করেই হতাশ না হয়ে বাকিগুলোও ট্রাই করবেন
আর আমি এই একাউন্টগুলো রেগুলার চেঞ্জ + আপডেট করে দিবো।
Hoichoi এর প্রিমিয়াম একাউন্টস
1.তো প্রথমেই নিচের Get Hoichoi Premium Accounts বাটনটিতে ক্লিক করে করে Hoichoi এর প্রিমিয়াম একাউন্টগুলো কালেক্ট করুন
2. তারপর আপনারা প্লেস্টোর থেকে Hoichoi এপ ডাউনলোড করে অথবা https://hoichoi.tv তে গিয়ে Login with Email বাটনে ক্লিক করবেন এবং কালেক্ট করা ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগিন করে নিবেন
3. ব্যাস আর কি?
এবার ইনজয় করতে থাকুন ?
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ
তবে আপনাদের সাহায্য লাগবে আমার, যখন আর কোন একাউন্টই কাজ করবে না সেটা একটু টেলিগ্রাম বা অন্য কোন মাধ্যমে আমাদের জানালে আমরা যত দ্রুত সম্ভব একাউন্টগুলো আপডেট করবো।