পিপল পার আওয়ার থেকে টাকা ইনকাম যেভাবে করবেন?

বর্তমান অনলাইনের যুগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অনেকে নিজের ক্যারিয়ার গঠন করছে শুধুমাত্র অনলাইনে। হ্যা বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন অনলাইনে নিজের ক্যারিয়ার গঠন করে নেওয়ার সুযোগ সুবিধা বর্তমান সময়ে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে।

নিজের একটু বিবেক বুদ্ধি খাটিয়ে যে কেউ অনলাইনের জগতে এসে কোন একটি পেশাকে কাজে লাগিয়ে চাইলেই অনলাইনে ক্যারিয়ার গড়ে নেওয়া সম্ভব। বর্তমানে পিপল পার আওয়ার বড় একটি প্রতিষ্ঠান হয়তোবা অনেকেই নাম শুনে থাকতে পারেন ওয়েবসাইটের।

এই ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং করার জন্য জনপ্রিয় অন্যতম একটি ওয়েবসাইট হিসেবে ধরা যায়। আমি আপনি চাইলেই এই প্রতিষ্ঠানে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফ্রিল্যান্সিং অথবা আনসারদের সাথে নিজের চাহিদা মেটাতে খুব সহজেই পারি। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করার পূর্বে ফ্রিল্যান্সিং সম্পর্কে অবশ্যই আপনার পুরোপুরি নলেজ থাকা জরুরি।

পিপল পার আওয়ার ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার বিষয়টিও অনেক হয়তো বা আমরা জানি না। কিন্তু আজকের এই আর্টিকেলে আমরা পিপল পার আওয়ার ওয়েবসাইটের বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরব, যেখানে আপনারা অতি সহজে ওয়েবসাইট সম্পর্কে জানা অজানা অনেক তথ্য সঠিক পাবেন আশা করি।

পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার জন্য প্রথমত?

বন্ধুরা আপনি যদি পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার, কয়েকটি বিষয় ক্লিয়ার ধারণা থাকা জরুরি যে, এই ওয়েবসাইটটি মূলত ফ্রিল্যান্সারদের জন্য যারা নিজেরা ফ্রিল্যান্সিং করতে চাই বা আগ্রহী তারাই এই ওয়েবসাইট

থেকে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট খুঁজে ইনকাম করতে পারবে। অন্যান্য ওয়েব সাইটের মত এই পিপল পার আওয়ার ওয়েবসাইটে দৈনিক প্রচুর পরিমাণে ভিজিটর আসে যেখানে ক্লায়েন্ট খুঁজে নেওয়া একেবারেই সহজ একটি ব্যাপার। এমনকি ফ্রিল্যান্সারগণ এখানে দৈনিক যে পরিমাণে আসে যেখানে ক্লায়েন্টের কাজ অতি সহজে দ্রুত হয়ে যাওয়া সম্ভব।

যাইহোক বন্ধুরা যদি আপনার উদ্দেশ্য থাকে পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার তাহলে অবশ্যই আপনার ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা যথাসম্ভব থাকতে হবে। তাছাড়া এদিকে আপনি ক্লায়েন্ট হয়েও পিপল পার আওয়ার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তাহলে আপনার কাজ খুবই দ্রুত সার্ভিসটি কমপ্লিট হবে আশা করা যায়।

পিপল পার আওয়ার ওয়েবসাইটে যে কেউ চাইলে টাকা ইনকাম করতে পারবে?

না যে কেউ চাইলে পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করতে কখনোই পারবে না। পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনার ফ্রিল্যান্সিং এর কাজের দক্ষতা অবশ্যই প্রয়োজন।

বিভিন্ন কোর্সের মাধ্যমে বর্তমান বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই ফ্রিল্যান্সিং শেখানো হয়। যেকোর্সগুলো সাহায্যে এক থেকে ছয় মাসের ভিতরে একজন নতুন লানসিং জন্ম নেওয়া কোন ব্যাপারই না। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আসলে ফ্রিল্যান্সিং ব্যতীত পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করা সম্ভব একেবারেই অক্ষম।

তাছাড়া বিভিন্ন কাজের দক্ষতা নিয়েও আপনি চাইলে পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করতে পারবেন। এখন কথা হল সেই দক্ষতাগুলো কি কি যে কেউ চাইলেই কি ওই দক্ষতা কাজে লাগিয়ে পিপল পার আওয়ার ইনকাম করতে সক্ষম হবে। অবশ্যই যে কেউ চাইলেই বেশকিছু দক্ষতা কাজে লাগিয়ে কি ফুল পাওয়ার ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন আশা করা যায়।

পিপল পার আওয়ার ওয়েবসাইট টাকা ইনকাম করার জন্য সাধারণত?

বন্ধুরা যেহেতু পিপল পার আওয়ার ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার জন্য গ্লান্সিং জানতে হবে অন্যথায় বেশকিছু দক্ষতা থাকতে হবে। সেহেতু আমাদের উচিত যারা মূলত ফ্রিল্যান্সার তারা তো এমনিতেই এই পিপল পার আওয়ার ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবে।

এখন আসল প্রশ্ন হল যে কি কি দক্ষতা কাজে লাগিয়ে যে কেউ পিপল পার আওয়ার ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবে তাই না! আচ্ছা তো এই বিষয়টি পুরোপুরি বুঝতে হলে প্রথমত জানতে হবে পিপল পাড়ার ওয়েবসাইটে কি কি ক্যাটাগরির কাজ রয়েছে!

যেই ক্যাটাগরিগুলো ওয়েবসাইটে থাকবে ওই ক্যাটাগরির দুঃখ যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করতে তখনই সক্ষম হবেন। আশা করি আপনারা একটু হলেও ধারণা এসে গেছে আসলে পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম কিভাবে করা সম্ভব হয়।

যাইহোক অনেক কথা হল শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্যই কথা গুলো একটু খুলে বললাম। এখন মূল পয়েন্ট কী হল কী কী ক্যাটাগরির কাজ রয়েছে পিপল পার আওয়ার ওয়েবসাইটে তাইতো। ওকে বন্ধুরা এখন আমরা মূলত পিপল পার আওয়ার ওয়েবসাইটে কি ক্যাটাগরির কাজ রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানব ইনশাল্লাহ।

পিপলপারআওয়ার ওয়েবসাইটের কাজের ক্যাটাগরিসমূহ হলোঃ

মূলত পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার জন্য অনেক ধরনের ক্যাটাগরি হয়েছে ।যে ক্যাটাগরি কাজে লাগিয়ে আপনারা এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে সক্ষম হবেন। তো চলুন বন্ধুরা পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার ক্যাটাগরি জেনে নেওয়া যাক।

টেকনোলজি ও প্রোগ্রামিং
রাইটিং ও ট্রান্সলেশন
ডিজাইন
ডিজিটাল মার্কেটিং
ভিডিও, ফটো ও ইমেইজ
বিজনেস
মিউজিক ও অডিও
মার্কেটিং ব্র‍্যান্ডিং ও সেলস
সোশ্যাল মিডিয়া
একাউন্ট তৈরি ও প্রোফাইল বিল্ডিং

যদিও প্রত্যেকটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে এই ধরনের সহ আরো অনেক ক্যাটাগরি থাকে। কিন্তু এই পিপল পার আওয়ার ওয়েবসাইটেও কয়েকটি জনপ্রিয় ক্যাটাগরি নিয়েই বললাম। এই ক্যাটাগরিগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সহজে করার জন্য উপযোগী ক্যাটাগরি।

আপনারা চাইলেই উপরোক্ত ক্যাটাগরি সহ পিপল পার আওয়ার ওয়েবসাইটে আরো বেশ কিছু অন্যরকম ক্যাটাগরি পাবেন। যাইহোক বন্ধুরা উপরের ক্যাটাগরি সহ বেশকিছু ক্যাটাগরির দুঃখ যদি আপনি হয়ে যান তাহলে মূলত এই পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করতে সক্ষম হবেন ইনশাল্লাহ।

পিপল পার আওয়ার ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার সঠিক নিয়ম?

বন্ধুরা এতক্ষণে আমরা পিপল পার আওয়ার ওয়েব সাইটের বিভিন্ন বিষয় নিয়ে সঠিক তথ্য দেওয়ার যথাসম্ভব দিয়ে চেষ্টা করেছি। এখন আসল কথা হল পিপল পাড়ার ওয়েবসাইটে কিভাবে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়। তো চলুন এখন এই প্রসেস টি আমরা ভালভাবে দেখে নি যে পিপল পার আওয়ার ওয়েবসাইটে কিভাবে একাউন্ট তৈরি করতে হয় সঠিক নিয়মে।

প্রথমত পিপলপারআওয়ার এর রেজিস্ট্রেশন পেজে প্রবেশ করুন

“I want to work as a freelancer” এ ক্লিক করুন

এরপর নিচে থাকা “Sign up with Facebook” বা “Sign up with email” অপশন সিলেক্ট করুন

“Sign up with email” সিলেক্ট করলে সেক্ষেত্রে নাম, ইমেইল ও পাসওয়ার্ড প্রদান করে Sign Up বাটনে ক্লিক করুন।

যদিও অ্যাকাউন্ট খোলা তেমন একটি কঠিন ব্যাপার নয় যে কেউ খুব সহজে ট্রিপল পাড়ার ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারবে। এখন অ্যাকাউন্ট ও তৈরি করা হয়ে গেল এবার নিশ্চয় আপনি আপনি ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্সার হলে আপনার উদ্দেশ্য থাকবে ইনকামের তাই না। তবে একাউন্ট রেজিস্ট্রেশন করলেই কি আপনি এই ওয়েবসাইটের সার্ভিস গুলো উপভোগ করতে সক্ষম হবেন!

মোটেও নয় আপনি পিপল পার আওয়ার ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করলেই ওয়েব সাইটের সকল কাজকর্ম শুরু করতে পারেন না। আপনি যে অ্যাকাউন্ট তৈরি করলেন এই অ্যাকাউন্টটি পুরোপুরি সেটআপ করে আপনার একাউন্টে উপযোগী হবে ওয়েবসাইটে। সুতরাং চলুন বন্ধুরা এখন আমরা পিপল পার আওয়ার এর সাইটে নিজের অ্যাকাউন্ট কাস্টমাইজেশনের বিষয়টি নিয়ে আলোচনা করি।

পিপল পার আওয়ার ওয়েবসাইটে নিজের একাউন্ট কাস্টমাইজ

নিজের অ্যাকাউন্ট পিপল পার আওয়ার ওয়েবসাইটে কাস্টমাইজেশন না করে কোন লাভ হবে না। যদি আপনি পিপল পার আওয়ার ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভিটি রিয়েল ভাবে রাখতে চান তাহলে অবশ্যই আপনার নিজের অ্যাকাউন্ট কাস্টমাইজেশন করা জরুরি। হতে পারে আপনি এই ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং করবেন না হয় ক্লায়েন্ট হযে যারা ফ্রিল্যান্স তাদের কিছু কাজ দিবেন।

তাছাড়া আপনার উদ্দেশ্য যেটাই হোক না কেন ওয়েবসাইটের কাজকর্ম করার জন্য আপনার অবশ্যই অ্যাকাউন্টটি কাস্টমাইজেশন করেই টিকিয়ে রাখতে হবে। তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি করে কোন লাভ হবে না। এই প্রতিষ্ঠানে একাউন্ট কাস্টমাইজেশন করলেই লাভ হবে তা না হলে কিছুই হয়নি আপনার একাউন্ট রেজিস্ট্রেশন করে।

এখন একটি বিষয় আপনার জানানো খুবই জরুরি বলে মনে করছি যে, প্রোফাইল বিল্ডিং কাজ পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বায়াররা যাতে ফ্রিল্যান্সারকে সহজে খুঁজে পেতে পারে সে উদ্দেশ্যে প্রোফাইল কাস্টমাইজেশনকে বলা হচ্ছে প্রোফাইল বিল্ডিং।

একটি প্রোফাইল বিল্ড করতে বা গড়ে তুলতে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সম্পর্কিত যত বিস্তারিত তথ্য আছে, তা আপনার প্রোফাইলে তুলে ধরুন। বায়ারকে কাজ প্রদানে আগ্রহী করে তুলতে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।

একটি সম্পূর্ণ প্রোফাইলে প্রোফাইল পিকচার, বায়ো ডেসক্রিপশন, কাজের ক্যাটাগরি, আগের প্রজেক্টসমূহ, এভারেজ সেলিং প্রাইস, ইত্যাদি বিষয়ের উল্লেখ থাকা একান্ত জরুরি।

র‍্যাংকিং এলগরিদম ব্যবহার করে পিপলপারআওয়ার সাইটে ফ্রিল্যান্সারদের প্রোফাইল র‍্যাংক হয়। তাই প্রোফাইল যত সমৃদ্ধ হবে, র‍্যাংকিং ততো ভালো হবে। ফলাফলস্বরুপ বায়ারগণ সহজে প্রোফাইল খুঁজে পাবেন ও সুযোগ অফার করতে আগ্রহী হবেন।

আশা করি আপনারা পুরোপুরি বিষয়টি একটু হলেও নিজের ভেতরে সঠিক ধারণা এ রূপান্তরিত করার সঠিক নিয়ম নিজেই বুঝতে পেরেছেন। যাইহোক বন্ধুরা এতক্ষণ কিন্তু আমরা পিপল পার আওয়ার ওয়েবসাইট সম্পর্কে অনেক জানা-অজানা তথ্য কিংবা, ফ্রিল্যান্সিং সম্পর্কে এবং পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার ব্যাপারে অনেক কিছু শিখতে পেরেছি।

আপনাদের সাথে অনেক কথা হলো আর্টিকেল এর মাধ্যমে আর্টিকেল এর শেষ পর্যায়ে একেবারেই আমরা চলে এসেছি। সুতরাং আপনাদের আর কষ্ট দেয়া হবে না মূলত আর্টিকেলটি কিছুক্ষনের ভিতরেই শেষ করে দিব। শেষ করে দেওয়ার আগে আপনাদেরকে আর একটু পরামর্শ দিয়েই আর্টিকেলটি সমাপ্ত করার পরিকল্পনা রয়েছে। এখন চলুন পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার বিষয়ে একটু জেনে আসা যাক।

পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করা বিষয় শেষ পরামর্শ?

পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার পরামর্শটি থাকবে। তার প্রথমত একটি হলো আপনার অবশ্যই নিজের পরিশ্রম ধৈর্য এবং ফ্রিল্যান্সিং-এ বিষয়বস্তু বিস্তারিত পুরোপুরি নলেজ থাকা খুবই জরুরী।

শুধুমাত্র পিপল পার আওয়ার ওয়েবসাইটে এসে অ্যাকাউন্ট তৈরি করলেই হবে না। নিজের দক্ষতা এই ওয়েবসাইটে কাজে লাগানোর মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব। এমনকি ধৈর্য ধারণ এবং পরিশ্রমী না হয়ে এই ওয়েবসাইটে আসা আপনার একেবারেই সময় অপচয়।

সময় অপচয় না করে সঠিক সময় কে কাজে লাগানোর জন্য আপনারা চাইলেই পিপল পার আওয়ার ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। তবে যে কথা আমি আবার বলছি সেটা হল নিজের দক্ষতা ব্যতীত পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করা একেবারেই সম্ভব না। এর জন্য আপনার ক্লাইন্ট অথবা ফ্রিল্যান্সার কোন একটি হতেই হবে।

সর্বশেষে শেষ পরামর্শ হিসেবে আপনাদেরকে বলতে চাই সকল কাজে নিজের ধৈর্য সততা এবং পরিশ্রমী অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে আবার আপনি পিপল পার আওয়ার ওয়েবসাইটে ধৈর্য সততা এবং পরিশ্রমী না হয়ে কাজ করলে কোন লাভ হবে না। সকল ক্ষেত্রেই আপনার পরিশ্রম সততা এবং ধৈর্য থাকতেই হবে।

এই আর্টিকেলটি সর্বপ্রথম এই ওয়েবসাইটে পাবলিশ করা হয় ShopTips24.Com

সংক্ষিপ্ত আকারে হলেও আপনাদের পিপল পার আওয়ার ওয়েবসাইটের বিষয়ে পরিপূর্ণতা সঠিক তথ্য সঠিকভাবে উপস্থাপন করার যথাসম্ভব দিয়ে চেষ্টা করেছি। আশা করি আপনারা আজকের এই আর্টিকেল থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। মোটামুটি আজকের আর্টিকেলটি এ পর্যন্তই পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার পুরো বিষয় জেনে আপনি যদি উপকৃত হন তাহলে নিজেকে ধন্য মনে করব।

আজকের আর্টিকেলটি এ পর্যন্তই সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন আর্টিকেল সম্পর্কিত কোন প্রশ্ন অথবা মন্তব্য থাকলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের এই পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার বিষয়ে আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

6 thoughts on "পিপল পার আওয়ার থেকে টাকা ইনকাম যেভাবে করবেন?"

  1. ashiq khan Contributor says:
    যে পরিমান বানান ভুল, তাতে সম্পূর্ণ পোষ্ট পড়ার ইচ্ছা পেলাম না।
    1. Md Mahamudul Hasan Contributor Post Creator says:
      Thanks vai
  2. Humaun Contributor says:
    কমদামে এমবি ও মিনিট কিনুন

    https://www.facebook.com/groups/588164295897635/?ref=share

  3. MD FAYSAL Contributor says:
    আসলে সবাই পোস্ট করতে পারছে না লেখার জন্য অবশ্যই ছোট লেখা থাকলে চলবে তবে সবাই জেনো সব বুজে। এমন ভাবে লেখা৷উচিত????
  4. MD FAYSAL Contributor says:
    আসলে সবাই পোস্ট করতে পারছে না লেখার জন্য অবশ্যই ছোট লেখা থাকলে চলবে তবে সবাই জেনো সব বুজে। এমন ভাবে লেখা৷উচিত????
    1. Md Mahamudul Hasan Contributor Post Creator says:
      Okay vai amar normal akta phone kotha sunena

Leave a Reply