Site icon Trickbd.com

কিভাবে iPhone ব্যবহার করে কম্পিউটারের মতো যেকোনো ওয়েবসাইটের HTML সোর্চকোড গুলো বের করবেন?? সহজ পদ্ধতির মাধ্যমে। বিস্তারিত পোস্টে।

Unnamed

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন?

আল্লাহর রহমতে আমি ভালোই আছি

বরাবরের মতো আমি আজকেই একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । কি সম্পর্কে আজকে আমি পোস্ট করেছি তা আপনারা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। তো আমি পোস্টের শুরুতে বেশি কথা বলবো না।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আইফোন ব্যবহার করে যেকোনো ওয়েবসাইট এর HTML সোর্চ কোড বের করবেন। এই সোর্চ কোড বের করার অনেক পদ্ধতি আছে। আমি সহজ একটা পদ্ধতিতে দেখাবো।

বিস্তারিত পোস্টঃ

প্রথমেই বলে রাখি এই কাজটি আপনি iPhone, iPod, or iPad এ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক।
কার্যপদ্ধতিঃ

javascript:(function(){var a=window.open

(‘about:blank’).document;a.write

(‘’);a.close();var b=a.body.appendChild

(a.createElement (‘pre’));b.style.overflow=’auto’;b.style.whiteSpace=’pre-wrap’;b.appendChild

(a.createTextNode

(document.documentElement.innerHTML))})

();

তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো পোস্ট নিয়ে আবার হাঁজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন। আর আমার এই পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয় কমেন্ট সেকশনে জানাবেন। এবং যেকোনো ধরণের মন্তব্য বা পরামর্শ জানানোর জন্য কমেন্ট করতে পারেন। সাথে লাইক দিতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।