আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
আল্লাহর রহমতে আমি ভালোই আছি
বরাবরের মতো আমি আজকেই একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । কি সম্পর্কে আজকে আমি পোস্ট করেছি তা আপনারা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। তো আমি পোস্টের শুরুতে বেশি কথা বলবো না।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আইফোন ব্যবহার করে যেকোনো ওয়েবসাইট এর HTML সোর্চ কোড বের করবেন। এই সোর্চ কোড বের করার অনেক পদ্ধতি আছে। আমি সহজ একটা পদ্ধতিতে দেখাবো।
বিস্তারিত পোস্টঃ
- 1. প্রথমেই Safari ব্রাউজার ওপেন করুন। এবং আপনি যে ওয়েবসাইটের সোর্চকোড বের করতে চান সেই ওয়রবসাইটে ঢুকুন।
- 2. তারপর নিচের মতো শেয়ার বাটনে ক্লিক করুন।(এটাকে অনেকসময় একশন বাটনও বলে)
- 3. তারপর Bookmark টিপুন।
- 4. প্রথমেই Name Field টা চুজ করে x টিপুন। তারপর এটাকে রিনেম করুন “Show Page Source” তারপর সেভ করুন।
- 5. তারপর সব জাভাস্কিপ্ট কোড কপি করুন।
- 6. কপি করা কোড গুলো দেখতে প্রায় এই রকম হবে।
javascript:(function(){var a=window.open
(‘about:blank’).document;a.write
(‘’);a.close();var b=a.body.appendChild
(a.createElement (‘pre’));b.style.overflow=’auto’;b.style.whiteSpace=’pre-wrap’;b.appendChild
(a.createTextNode
(document.documentElement.innerHTML))})
();
- 7. তারপর বুকমার্ক আইকনে টিপে ইডিট টিপুন।
- 8. Select the “Show Page Source” (যেটা আমরা স্টেপ 4 এ তৈরী করেছিলাম)
- 9. তারপর x চিহ্নে টিপুন এবং কপি করা সেই জাভাস্কিপ্টটি পেস্ট করুন।
- 10. আর তারপরেই আপনি নিচের ছবির মতো HTML কোড গুলো দেখতে পারবেন।
- নিচে দেখুন কোড গুলা।
- আর এইভাবেই আপনি কম্পিউটারের মতো আপনার আইফোনেও কোড গুলো বের করতে পারবেন।
তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো পোস্ট নিয়ে আবার হাঁজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন। আর আমার এই পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয় কমেন্ট সেকশনে জানাবেন। এবং যেকোনো ধরণের মন্তব্য বা পরামর্শ জানানোর জন্য কমেন্ট করতে পারেন। সাথে লাইক দিতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।