Site icon Trickbd.com

Termux দিয়ে কিভাবে Qr Code তৈরি করবেন দেখে নিন।

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে termux দিয়ে QR Code বানাবেন । আমরা সবাই কম বেশি qr কোড ব্যবহার করি আর সেটা করার জন্য হয় আমাদের অনলাইনের সাহায্য নিয়ে কোন অ্যাপস দিয়ে এবং কোন ওয়েবসাইট থেকে qr কোড বানিয়ে নেই।  কিন্তু আজ আমি ভিন্ন ভাবে দেখাবো কিভাবে termux দিয়ে qr কোড বানানো যায়।

QR CODE কি?  

QR code কি তা আমরা কমবেশি সবাই জানি।

কিউ.আর.কোড অর্থ হলো Quick Response Code. কিউ আর কোডের মাধ্যমে যেকোন এনক্রিপটেড তথ্য খুব সহজে সংরক্ষণ ও দ্রুত এক্সেস করা যায় বলে এর নাম দেওয়া হয়েছে কিউ আর কোড । কিউ আর কোড হলো এক ধরনের  দ্বিমাত্রিক কোড।  পণ্যের দাম, প্রমোশোনাল অফার বা অল্প জায়গায় বেশি তথ্য রাখার জন্য কিউ আর কোড ব্যবহার করা হয় ।

 

তো বেশি কথা না বলে চলুন কাজে যাওয়া যাক।

প্রথমে আমরা termux এ চলে যাবো।

প্রথমে আমরা termux কে আপডেট এবং  আপগ্রেড করে নিবো।

pkg update && pkg upgrade -y

এখন আমরা termux কে স্টোরেজ পারমিশন দিবো।

termux-setup-storage

এখন আমরা পাইথন ইনস্টল করবো যদি আপনার ফোনে পাইথন ইনস্টল থাকে তাহলে তো আর করা লাগবে না ।

pkg install python -y

এখন আমরা git ইনস্টল করবো।

pkg install git -y

এখন আমরা github থেকে মেইন টুলসটি ডাউনলোড করবো।

git clone https://github.com/Darkmux/qrlink

এখন আমরা ls দিয়ে ইন্টার করবো এবং মেইন টুলসটির ভিতরে প্রবেশ করবো।

cd qrlink

প্রবেশ করার পর দিয়ে ইন্টার করবো এবং মেইন টুলসটি পারমিশন দিবো

chmod +x qrlink.sh

এখন আমরা মেইন টুলসটি রান করবো ।

bash qrlink.sh

এইরকম ইন্টার পেইজ দেখতে পারবো আমরা যেই লেখা গুলো নিয়ে Qr কোড করবো সেই লেখা গুলো এখানে দিবো তার ইন্টার করবো।

এখন আমাদের path সেট করে দিতে হবে। মানে আপনি Qr Code কি কোথায় সেইভ করবেন সেই লোকেশন দিতে হবে।  আমি যেহেতু স্টো‌রেজ মেমোরিতে সেইভ করবো তাই /sdcard/name.png দিয়ে ইন্টার করবো।

দেখতেই পাচ্ছেন আমার কিউ আর কোড সেইভ হয়ে গেছে।

দেখতেই পাচ্ছেন আমার কিউ আর কোড চলে আচ্ছে।  আপনি চাইলে এইভাবে কিউ আর কোড বানাতে পারেন।

 

বি:দ্র :

উপরে দেখতে পাচ্ছেন no module name ‘ qrcode ‘ এই রকম সমস্যা যাদের হবে তারা নিচের কমেন্টি রান করবেন।

pip3 install qrcode

আবার যাদের no module name ‘pil ‘ এই রকম সমস্যা হবে তারা নিচের কমেন্টি রান করেন।

pip install Pillow

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।