Site icon Trickbd.com

Termux দিয়ে কিভাবে একটি ওয়েবসাইটের Vulnerability খুজে বের করবেন চলুন দেখে আশা যাক ।

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে একটি ওয়েবসাইটের vulnerability খুজে বের করবেন। আমি জানি না কতটা কার্যকর কিন্তু মনে হয়েছে অনেক টা কার্যকর। vulnerability খুজার জন্য মূলত পিসি ব্যবহার করা হয়। মোবাইল দিয়ে তেমন কিছু দেখছি না। কিন্তু এইটা আমার কাছে ভালো হয়ে হয়েছে তাই আপনাদের কাছে শেয়ার করছি ।

Website vulnerability কি?

তো আর কথা না বাড়িয়ে কাজে চলে আশা যাক।

প্রথমে আমরা termux কে আপডেট করে নিবো।

pkg update -y

তারপর termux কে আপগ্রেড করে নিবো।

pkg upgrade -y

এখন আমরা python2 প্যাকেজটি ডাউনলোড করবো।

pkg install python2

এখন আমরা github থেকে মেইনটুলসটি ডাউনলোড করবো।

git clone https://github.com/TechnicalMujeeb/TM-scanner.git

ডাউনলোড হলে আমরা ls দিয়ে ইন্টার করবো।

তারপর আমরা টুলসটির ভিতরে প্রবেশ করবো।

cd TM-scanner

এখন আমরা সব গুলো ফাইলকে পারমিশন দিবো।

chmod +x *

এখন আমরা কিছু প্যাকেজটি ইনস্টল করবো।

sh install.sh

এখন আমরা মেইন টুলসটি রান করবো ।

python2 tmscanner.py

দেখতে পাচ্ছেন কত গুলো অপশন আছে। আমি আপনাদের দেখানোর জন্য ১৭ নাম্বার টুলসটি নিলাম এবং ইন্টার করলাম।

তারপর বলবে যে আপনি কোন সাইটির দুর্বলতা খুঁজবেনঃ সেই সাইটের নাম দিবেন এবং ইন্টার করবেন।

দেখতে পাচ্ছেন চলেছ আসবে। তার কোন পোর্টটি ওপেন আছে। সার্ভিস কি সেটাও দিয়ে দিছে।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।