আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ আমি আপনাদের দেখাবো জনপ্রিয় কয়েকটা DOS Attack টুলস । আমরা কম বেশি সবাই ডস ব্যবহার করি। আমি কিছু পাওয়ারফুল টুলস দেখাবো।
DDOS Attack কী ?
ডিডস হলো Distributed Denial of Service (DDoS/ডিডস) । ডিডস অ্যাটাক কোনো ওয়েব সাইটে একাধিক রিকুয়েস্ট প্রেরণ করবে। একাধিক রিকুয়েস্গুটলি হ্যান্ডেল করার জন্য ওয়েবসাইটের সক্ষমতা অতিক্রম করবে, ফলে ওয়েবসাইটটি সঠিকভাবে কাজ করতে পারবে না ।
DDOS সুবিধা কি ?
১) অল্প সময়ে সাইট ডাউন করা যায়।
২) কোন অতিরিক্ত জ্ঞানের প্রয়োজন হয় না যে কেউ চেষ্টা করলে করতে পারে।
৩) এটা ব্যবহার করার জন্য সব সময় পিসির সামনে বসে থাকা লাগে না কিন্তু সব সময় অন রাখলেই হবে।
DDOS অসুবিধা কি ?
১) নিজের পিসির উপর চাপ পরে ফলে পিসির হার্ডওয়্যারে সমস্যা হতে পারে ।
২) হাই স্পিড নেট কানেকশন লাগে ।
৩) কিছু কিছু সাইট ডাউন হয় না।
এছাড়াও অনেক সুবিধা ও অসুবিধা রয়েছে।
আশা করি উপরে বিষয় গুলো বুঝতে পারছেন। তো শুরু করা যাক।
প্রথমে termux কে আপডেট করে নিবো ।
pkg update -y
এখন আমরা আপগ্রেড করে নিবো।
pkg upgrade -y
এখন আমরা পাইথন প্যাকেজটি ইনস্টল করবো।
pkg install python -y
এখন আমরা মেইন টুলসটি ইনস্টল করবো।
pip install slowloris
এখন আমরা চেক করবো যে slowloris ঠিক মতো ইনস্টল হয়েছে কিনা।
তাই আমরা কমান্ড দিবো।
slowloris
ঠিক মতো ইনস্টল হলে উপরের মতো দেখতে পাবো।
এখন হচ্ছে মেইন কাজ মানে কিভাবে একটি সাইটে ডাউন করা যায়। উপরে দেখতে পাচ্ছেন slowloris -s এখানে -s মানে sockets
100 মানে হচ্ছে আপনি ওই সাইটিরে ভিতরে কতজন ভিজিটর একসাথে পাঠাবেন। যদি সাইটির Bandwidth বেশি হয় তাহলে ভিজিটর বারাতে হবে ।
192.168.0.1 এইটা হচ্ছে যেই সাইটটি ডাউন করবেন সেই সাইটের আইপি। আপনি যদি আইপি না পায় সাইটির লিংক দিলে ও হবে। যেহেতু এটা লিগাল না তাই আমি আমার রাউটারের করে দেখালাম।
slowloris -s 100 (site name) -v
দেখতেই পাচ্ছেন আমার অ্যাটাক শুরু হয়ে গেছে। এখন আমি দেখবো যে আমার রাউটারের admin প্লেনে ডুকতে পারি কিনা।
দেখতেই পাচ্ছেন আমার সাইট ডাউন হয়ে গেছে।
যতক্ষণ পর্যন্ত টুলসটি রান থাকবে ততক্ষণ পর্যন্ত সাইটটি ডাউন থাকবেন।
বি:দ্র : এইটা অনৈতিক কাজ কেউ খারাপ কাজে ব্যবহার করেন না। যদি করে থাকেন সে ক্ষেত্রে আমি ওর trickbd কেউ দায়ী থাকবো না ।এটা শুরু এডুকেশন পারপাস এর জন্য দেওয়া।
তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
(Jodio ai topic biye post already ache)
Jai hok thanks for your opinion. Keep it up ?
Ami ip ber korar kothatai bujhiyechilam je same post ache jekhane ip ber korar bisoy tio included.
*plz reply