আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের দেখাবো জনপ্রিয় কয়েকটা  DOS Attack টুলস । আমরা কম বেশি সবাই ডস ব্যবহার করি। আমি কিছু পাওয়ারফুল টুলস দেখাবো।

DDOS Attack কী ? 

ডিডস হলো Distributed Denial of Service (DDoS/ডিডস) । ডিডস অ্যাটাক কোনো ওয়েব সাইটে একাধিক রিকুয়েস্ট প্রেরণ করবে। একাধিক রিকুয়েস্গুটলি হ্যান্ডেল করার জন্য ওয়েবসাইটের সক্ষমতা অতিক্রম করবে, ফলে ওয়েবসাইটটি সঠিকভাবে কাজ করতে পারবে না ।

DDOS সুবিধা কি ?

১) অল্প সময়ে সাইট ডাউন করা যায়।

২) কোন অতিরিক্ত জ্ঞানের প্রয়োজন হয় না যে কেউ চেষ্টা করলে করতে পারে।

৩) এটা ব্যবহার করার জন্য সব সময় মোবাইলের সামনে বসে থাকা লাগে না কিন্তু সব সময় অন রাখলেই হবে।

DDOS অসুবিধা কি ?

১) নিজের মোবাইলের উপর চাপ পরে ফলে মোবাইলের হার্ডওয়্যারে সমস্যা হতে পারে ।

২) হাই স্পিড নেট কানেকশন লাগে ।

৩) কিছু কিছু সাইট ডাউন হয় না।

এছাড়াও অনেক সুবিধা ও অসুবিধা রয়েছে।

আশা করি উপরে বিষয় গুলো বুঝতে পারছেন।  তো শুরু করা যাক।

প্রথমে আমরা termux কে আপডেট করে নিবো।

pkg update -y

এখন আমার termux কে আপগ্রেড করে নিবো।

pkg upgrade -y

 

বরাবরের মতো আমরা গিট এবং পাইথন প্যাকেজ গুলো ডাউনলোড করবো।

pkg install python

pkg install python2

pkg install git -y

এখন আমরা গিটহাব থেকে টুলসটি ডাউনলোড করবো।

  • git clone https://github.com/pembriahmad/DDOS

এখন আমরা টুলসটি ভিতরে প্রবেশ করবো।

cd DDOS

এখন আমরা টুলসটি রান করবো।

python2 ddos.py

এখানে টার্গেট আইপি ওর হোস্ট নেইম দিবেন এবং পোর্ট দিবেন। আমি আমার নিজের রাউটারে টেস্ট করবো তাই আমার আইপি দিয়ে নিলাম।

দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে লগইন পেইজে চলে আসবো এখন আমরা attack করবো।

দেখতে পাচ্ছেন attackশুরু হয়ে গেছে। এখন দেখবো যে আমার রাউটারে লগইন পেইজে ডুকে কিনা।

দেখতে পাচ্ছেন আমার সাইট মানে রাউটারের লগইন পেইজ ডাউন হয়ে গেছে।  এইভাবে আপনি আপনার ভিকটিমের সাইট ডাউন করে দিতে পারেন।

বি :দ্র : কেউ খারাপ কাজে ব্যবহার করলে আমি এবং trickbd দায়ী থাকবো না। এইগুলো শুধু এডুকেশন পারপাস এর জন্য দেওয়া।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

8 thoughts on "[Termux] যেকোন সাইটকে ডাউন করে ফেলুন মাত্র এক মিনিটে চলুন দেখে আশা যাক [Part 2]"

  1. Ridoy6979 Contributor says:
    Abir vi j site down korbo tar ki site a login thakte hobe
    1. abir Author Post Creator says:
      Na
  2. Ridoy6979 Contributor says:
    ভাই পোর্ট টা কিভাবে বের করবো
    1. abir Author Post Creator says:
      Google search korlei peye jaba. R he site er port dite hobe emn na ..
    2. Ridoy6979 Contributor says:
      Vi ber to hoyna ekek bar ekek port ase
  3. Ridoy6979 Contributor says:
    Dont work jast time west
    1. abir Author Post Creator says:
      Nije Jodi na paren Seta ki amaar dos ..koto sundhor kore likhlam tarpor o paren na.
    2. Ridoy6979 Contributor says:
      Vi onek try koreci kqj hoyna kno attack chole dekhay kintu oi site a dhukao jay abar sob kajeo kora jay ager motoi

Leave a Reply