আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ আমি দেখাবো কিভাবে termux দিয়ে Gmail বোম্বিং করতে। আর হ্যাঁ মেইল বোম্বিং নিয়ে কয়েকটি পোস্ট আছে। তারপর ভ আমি এই টুলসটি শেয়ার করলাম যদি ভালো থালে তাহলে ব্যবহার করবেন।
প্রথমে termux কে আপডেট করে নিবো।
pkg update -y
এখন আমরা সরাসরি গিটহাব থেকে টুলসটি ডাউনলোড করবো।
git clone https://github.com/bagarrattaa/email-nuker.git
এখন আমরা টুলসটির ভিতরে প্রবেশ করবো।
cd email-nuker
এওন আমরা মেইন টুলসটি রান করবো এবং এখন কিছু প্যাকেজ ডাউনলোড হবে।
python3 emailbomber.py
এই রকম আসবে আমি ভিকটিমের মেইল দিবেন এবং মেইলের সাবজেক্ট কি থাকবে সেটা বলে দিবেন এবং কি মেসেজ দিবেন সেটা ও বলে দিবেন। এবং কয়টা মেইল পাঠাতে চান সেটা ও বলে দিবেন। আমি আপাতত দুইটি মেইল পাঠাবো। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আমার মেইল চলে গেছে।
দেখতেই পাচ্ছেন দুইটি মেইল চলে আসচ্ছে।
আমি যা যা লিখছি তাই এখানে দেখাচ্ছে।
যাদের টুলসটি ইনস্টল করার সময় কোন সমস্যা হলে এই দুইটি কমান্ড রান করবেন।
pkg install git python3 bash curl -y
pip3 install requests
বি:দ্র : সব মেইল যে স্পামে আসবে এমন টা কিছু মেইল স্পামে আসবে কিছু মেইল ইনবক্সে ।তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন।