Hello everyone! ?
পোস্ট টপিকঃ মাত্র দুই তিনটা ক্লিক করে এমএল ডাব্লিউবিডি (MLWBD) এর সকল (Ad’s) গুলোকে বাইপাস করে কিভাবে, অনেক সহজেই লিংক জেনারেটর (Link generate) করবো? তা শিখব আজকের এই পোস্টে।
MLWBD: বিভিন্ন (Pirated) মুভি ডাউনলোডের ক্ষেত্রে আমরা সকলেই এসব ওয়েবসাইট ব্যবহার করে থাকি, এরমধ্যে MLWBD অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট। তাছাড়া অনেকেরই জানা অজানা অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের সিনেমা ও ওয়েব সিরিজ ডাউনলোড করে থাকি। কিন্তু কথা হচ্ছে এসব ওয়েবসাইট থেকে মুভি ডাউনলোড করা বিশেষ করে আমজনতার জন্য অনেকটাই কষ্টকর, বিভিন্ন ধরনের (Ad’s) এ আমাদের অজান্তেই ক্লিক হয়ে যায় এবং আমাদের মূল্যবান সময় এসব Ad’s এর পিছনে খরচ হয়ে যায় এবং অনেকের কাছেই এটা বিরক্তিকর লাগে এবং কিছু কিছু ক্ষেত্রে ১০-২০ সেকেন্ড সময় অপেক্ষা করতে হয়।
আচ্ছা চলুন দেখা যাক কিভাবে এসব Ad’s গুলোকে আমরা বাইপাস করতে পারি, শুধুমাত্র এমএল ডাব্লিউ বিডিতে (MLWBD) তে ট্রাই করে দেখেছি এবং কাজ করেছে, বাকি অন্যান্য ওয়েবসাইটগুলোতে ট্রাই করা হয়নি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন।
বিঃদ্রঃ আগেই বলে রাখছি এই মেথডটি শুধুমাত্র (PC User) পিসি ইউজারদের জন্য। মোবাইলে কিভাবে করা যায় তা আমি একটি পোস্ট করব ইনশাআল্লাহ।
আচ্ছা, প্রথমেই MLWBD তে প্রবেশ করে আপনি যে মুভিটি ডাউনলোড করতে চাচ্ছেন তার লিংকে ক্লিক করুন।
যেমন আমি এই মুভিটি ডাউনলোড করতে চাচ্ছি তাহলে আমি এই লিংকে ক্লিক করে পেজটি ওপেন করে নিব।
একটু নিচের দিকে গেলেই দেখবেন ডাউনলোড লিংক দেয়া থাকে সেখানে ক্লিক করলেই অন্য একটি নতুন পেজে নিয়ে যাবে। পেজটির লিংক কিছুটা এরকম থাকবে: techus.website.
এরকম আসলে বুঝতে হবে যে আপনি ঠিক লিংকে প্রবেশ করেছেন, এখানেই মূল কাজটি রয়েছে, এখান থেকেই লিংক বের করা সম্ভব।
তেমন কঠিন কোন প্রসেস না, Just মাউস এন্ড রাইট বাটনে ক্লিক করলেই দেখবেন Inspect বা Inspect element নামক একটি অপশন শো করছে, সেখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে।
তারপর কি বোর্ডের (Ctrl+F) দুটি কি একসাথে চাপ দিলে Find বা Search অপশনটি পেয়ে যাবেন।
তারপর সেখানে songs অথবা songslyrics লিখে সার্চ করলেই একটু নিচের দিকে গেলে নিচের ছবির মতো একটি লিংক পেয়ে যাবেন। আর সে লিংকটি হলো জেনারেটকৃত আপনার কাঙ্খিত মুভিটির লিংক।
আশা করি সকলে বুঝতে পেরেছেন, অনেক সিম্পল একটি মেথড যা আপনার মূল্যবান সময় কে এসব বিরক্তিকর Ad’s এর হাত থেকে বাঁচিয়ে দিবে, আর এখনো কেউ বুঝতে না পারলে কমেন্ট করুন, বুঝিয়ে দেয়ার চেষ্টা করবো।
Bye ?