আজকের টিওটোরিয়াল এ আমরা শিখব কিভাবে যেকোনো ছবিকে Ascii Art বানাবেন।Ascii Art কে বলতে পারেন টেক্সট দিয়ে তৈরি ছবি।
যেভাবে ছবি থেকে Ascii Art বানাবেন:
প্রথমে আপনাকে একটি ওয়েবসাইট এ যেতে হবে।ওয়েবসাইটটিতে যেতে এখানে ক্লিক করুন
এবার আপনি যেই ছবিটিকে Convert করতে চান “Choose File” এ ক্লিক করে সেটি Select করুন
উপরের ছবিতে চিহ্নিত স্থানে ক্লিক করে আপনি Character সংখ্যা সেট করতে পারবেন।
ছবিটি Select করা হয়ে গেলে “Convert” এ ক্লিক করুন।
এখন ছবিটি Ascii Art এ Convert হয়ে গেছে।
ছবিটি Zoom করলে এমন দেখা যাবে।
আজকের টিওটোরিয়াল এই পর্যন্তই। আসা করি আজকের টিওটোরিয়াল টি ভালো লাগবে।সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ।