Site icon Trickbd.com

Best কিছু Canva Alternatives Website পর্ব- 02

Howdy Everyone;
একজন গ্রাফিক্স ডিজাইনার অথচ ক্যানভা এর নাম শুনেনি তা কখনও হতে পারে না। গ্রাফিক্স ডিজাইনারদের জন্য সবার প্রথমেই পছন্দ এই ক্যানভা টুলটি। কিন্তু এই টুলটি ব্যবহার করতে হলে প্রতি মাসে গুনতে হবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা। তবে যারা beginner তাদের কাছে তেমন টাকা না থাকায় সমস্যায় পড়তে হয়। দেখা গেছে অনেকে মড অ্যাপ নামায় গুগল থেকে যার মধ্যে প্রায় সবগুলাতেই ভাইরাস থাকে। এবং নিজের অজান্তেই তথ্য চুরি হতে থাকে ডিভাইস থেকে।

আজকে বেস্ট 04টি Alternatives Site এর সাথেপরিচয় করিয়ে দিবো, যা Canva-র পরিবর্তে ব্যবহার করতে পারবেন

 

DesignBold

ক্যানভা বিকল্প হিসাবে বিবেচিত আরেকটি জনপ্রিয় Site হল ডিজাইনবোল্ড। এটির ইউজার ইন্টারফেস Same To Same canvaর মতন। তাছাড়া এটি Adobe Stock এর ফটোগুলি ফ্রিতেই অফার করে। এছাড়াও, তাদের কাছে রয়েছে নিত্য নতুন নতুন টেমপ্লেট যা আপনি আপনার Marketing এর জন্য ব্যবহার করতে পারেন।

Price: Free (Offers Upgrade)

 

 

Photopea

Photopea হল একটি ওয়েব ভিত্তিক গ্রাফিকস এডিটর যেখানে আপনি ইমেজ এডিটিং, ওয়েব ডিজাইন বা বিভিন্ন ইমেজ ফরম্যাট এ কনভার্ট করার জন্য ব্যবহার করতে পারেন। এটি Opera, Edge, Chrome এবং Firefox সহ প্রায় প্রতিটি ওয়েব ব্রাউজারের সাথে Suitable. এছাড়াও, এটি একটি Ads যুক্ত সফ্টওয়্যার এবং এটি ব্যবহার করার জন্য আপনাকে সাইন আপ করতে হবে না।

Price: Free

 

Digifloat

ডিজিফ্লোট এই তালিকার সেরা ক্যানভা বিকল্পগুলির মধ্যে একটি। এই Siteটি একটি নির্দিষ্ট Monthly Subscription এর জন্য Web এবং অ্যাপ UI/UX ডিজাইন, মার্কেটিং, ব্র্যান্ডিং এবং লোগো ডিজাইন থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন অফার করে থাকে। এটি ছোট ব্যবসার ক্ষেত্রে এবং উচ্চ-মানের গ্রাফিক ডিজাইন পেতে একটি দুর্দান্ত বিকল্প।

Demo Design: https://digifloat.io/portfolio/

Price: $399/Mo (15-days money-back guarantee)

 

Stencil

ব্লগার, Business Owner এবং সোশ্যাল মিডিয়া মার্কেটারদের জন্য Stencil একটি সহজে ব্যবহারযোগ্য গ্রাফিক ডিজাইন টুল। এটি 5 মিলিয়ন স্টক ফটো, 1,200+ amazing টেমপ্লেট, হাজার হাজার quotes এবং শত শত Google ওয়েব ফন্ট অফার করে থাকে। আপনি যেকোনো ওয়েব ব্রাউজারে Stencil ব্যবহার করতে পারেন, তাদের ক্রোম এক্সটেনশন, ফায়ারফক্স অ্যাড-অন ডাউনলোড করতে পারেন, অথবা সরাসরি আপনার ওয়েবসাইটে ছবি তৈরি করতে তাদের ওয়ার্ডপ্রেস প্লাগইনও ইনস্টল করতে পারেন।

Price: Free to save up to 10 images/month

 

Part-01 ||  Part-02 ||  Part-03 || Part-04

Conclusion

এইটার Total 04টা Part হবে, যেখানে Canvaর 20টি Best Alternatives Site নিয়ে আলোচনা করব। আশাকরি নতুন কিছু ভালো Site পাবেন

Bye
Contact Me On
Telegram [Discussion Group] [Telekit]

Exit mobile version