আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? চলে আসলাম আবারো নতুন একটি টপিক নিয়ে। বরাবরের মত একটি কথা বলব অনলাইন জ্ঞানার্জন ও জ্ঞান প্রচারে ট্রিকবিডির সঙ্গেই থাকুন।
তো আজকের এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আন-নোন সোর্স এন্ড্রয়েড অ্যাপ ইন্সটলেশন ওয়ার্নিং রিমোভ করবেন। যারা জানেন না আজকের পোস্ট টি তাদের জন্য।
কেনো ইন্সটলেশন ওয়ার্নিং দেখায়ঃ
সাধারণত একটি অ্যাপের ডেভেলপার এর ইনফরমেশন যদি না থাকে তাহলে এই ওয়ারনিং দিয়ে থাকে। এছাড়া আরো অনেক কারন থাকতে পারে। তো চলুন এই ওয়ার্নিং রিমুভ করি।
আমরা অনেক সময় প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপলিকেশন ডাউনলোড করে থাকি। ইন্সটল করার সময় এরকম একটি ওয়ারনিং দিয়ে থাকে।
এছাড়াও আমরা আমাদের নিজেদের তৈরিকৃত অ্যাপলিকেশন ইন্সটল করতে চাইলেও এরকম ওয়ার্নিং দেখতে হয়।
ওয়ার্নিং রিমুভ করার জন্য আমি Lucky Patcher অ্যাপ ইউজ করব।
যাদের কাছে অ্যাপলিকেশনটি নেই তারা ডাউনলোড করে ইন্সটল করে নিন। ডাউনলোড করুন
আমার কাছে EarnTaka নামে একটি আন-নোন সোর্সের অ্যাপলিকেশন রয়েছে। এই অ্যাপটিকে আমি luckypatcher এর মাধ্যমে অপেন করে নিলাম।
এখান থেকে ” Menu of patches” এ ক্লিক করুন।
তারপর “Resign with test signature” এ ক্লিক করুন
এখান থেকে প্রথম অপশনে টিক মার্ক দিয়ে দিন।
তারপর অ্যাপলিকেশনটির ফাইল গুলো ইম্পোর্ট হবে। কিছুক্ষন পর আপনার অ্যাপটি পেয়ে যাবেন। তারপর আগের অ্যাপটি ডিলেট করে ইন্সটল করে নিন।
ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ আর্টিকেল টি পড়ার জন্য। ভুল ত্রুটি কিছু যদি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ব্লগিং সাইট নিয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ইনকাম রিলেটেড ও বিভিন্ন টপিক রিলেটেড পোস্ট পেতে আমার ব্লগ সাইটটি থেকে ঘুরে আসুন। সাইট লিংক