আস্সালামু আলাইকুম । কেমন আছেন সবাই , আশা করি অনেক অনেক ভালো আছেন । ট্রিকবিডি তে আপনাকে স্বাগতম জানাচ্ছি, আমি চঞ্চল ।
আপনারা হয়তো অনেকেই আমার পূর্বের পোস্ট গুলো দেখেছেন । আমি এসএমএস বোম্বিং রেস্ট এপিআই , নিজে নিজে স্ক্রিপ্ট বানানো , রেস্ট এপিআই এর পোস্ট এ আমি একটা অ্যাপ্লিকেশন দেখিয়েছিলাম , যার মাধ্যমে rest api বের করা যায় । কিন্তু সেই অ্যাপ্লিকেশন টি আপনারা অনেকেই সঠিক ভাবে ইনস্টল করতে পারেন নি বা নন রুটেড ফোন এ সার্টিফিকেট ইনস্টল করতে পারেন নি , অনেক এর অনেক সমস্যা হয়েছে , অনেকেই আমাকে মেসেজ করেছে যে ভাই আমার http canary তে এরকম সমস্যা দেখাচ্ছে, প্যাকেট ক্যাপচার হচ্ছে না, সার্টিফিকেট ইনস্টল হচ্ছে না । তাদের কে জানাই অসংখ্য ধন্যবাদ । তাই আজকে আমি দেখাবো যে কিভাবে সঠিক ভাবে নন রুটেড ফোন এ সার্টিফিকেট সহ Http Canary ইনস্টল করতে হয় । তো আর কথা না বাড়িয়ে চলুন মূল টপিক এ চলে যাই ।
প্রথমে যারা Http Canary ডাউনলোড করে ইনস্টল করেছিলেন , তারা আন ইনস্টল করে নিন ।
তারপর এই লিংক থেকে ডাউনলোড করে , আনজিপ করে নিন ।
তারপর স্ক্রীন শর্ট এ দেখানো অ্যাপ টি ইন্সটল করে নিন ।
ইনস্টল করে একবার ওপেন করুন । তারপর উপরে Succesfully Imported App Data দেখলে অ্যাপ থেকে বেরিয়ে আসুন ।
তারপর সেটিং থেকে Security > Credentials Storage এ চলে যান , সেখানে না পেলে সেটিং এ গিয়ে সার্চ করুন certificate , সার্চ করলে পেয়ে যাবেন । তারপর সেখান থেকে Install Certificate From Storage এ ক্লিক করুন
তারপর CA Certificate অপশন এ চলে যান ।
তারপর নিচ থেকে Install Anyway তে ক্লিক করুন ।
তারপর আপনার স্টোরেজ এ আনজিপ করা Http Canary ফোল্ডার থেকে Certificate ফোল্ডার এ চলে যান ।
তারপর HttpCanary.pem ফাইল এ ক্লিক করুন ।
তারপর ইনস্টল হয়ে গেলে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে , তখন সেখান থেকে VPN & app user certificate এ ক্লিক করুন ।
তারপর ঐ আনজিপ করা ফোল্ডার এর certificate ফোল্ডার এর HttpCanary.p12 ফাইল এ ক্লিক করুন ।
তারপর Certificate এর পাসওয়ার্ড চাইবে । সেখানে HttpCanary দিয়ে টিক দিয়ে দিন ।
তারপর নাম চাইলে Http Canary দিয়ে টিক দিন ।
তারপর Wi-Fi Certificate এ ক্লিক করুন ।
তারপর আবার ওই HttpCanary.p12 তে ক্লিক করে আগের বারের মত একই পাসওয়ার্ড আর একই নাম দিয়ে টিক দিয়ে দিবেন ।
তারপর ইনস্টল হয়ে গেলে , সেটিং থেকে বের হয়ে ফাইল ম্যানেজার এ আনজিপ করা ফোল্ডার এ চলে যাবেন । আর সেখান থেকে স্ক্রীন শর্ট এ দেখানো অ্যাপ টি ইন্সটল করে নিবেন ।
তারপর ইনস্টল হয়ে গেলে , ওপেন করে Accept এ ক্লিক করুন ।
ব্যাস, কাজ শেষ , Certificate সহ নন রুটেড ফোন এ Http Canary ইনস্টল হয়ে গেলো ।
এই দেখুন :-
আজ এই পর্যন্তই , সবাই ভালো থাকুন সুস্থ থাকুন , ট্রিকবিডির সাথেই থাকুন । কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন । আর কোনো সমস্যায় আমাকে মেসেজ দিতে পারেন TUNTUN1 H4X0R .