আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে অনেক চেনা জানাএবং মারাত্মক একটি টুপিক শেয়ার করব যেটা বর্তমানে অনেক ওয়ার্কিং।

 

এবং আমরা কিছুদিন আগে বানিয়ে আজকে পাবলিশ করছি, আপনারা অনেকেই এটা সমন্বে রিকুয়েষ্ট করছিলেন। 

 

এটার মাধ্যমে আপনারা একদম পাওয়ারফুল ভাবে কল বম্বিং এবং মেসেজ করতে পারবেন।

 

তো এই অ্যাপ ব্যবহারের আগে আপনাদের একটি একাউন্ট তৈরি করতে হবে, একাউন্ট তৈরি করার সময় প্রথমে আপনার নাম, তারপর আপনার ইমেইল এড্রেস, তারপর আপনার যেকোনো পাসওয়ার্ড দেন ৬ থেকে ৮ ডিজিটাল পাসওয়ার্ড ব্যবহার করবেন।

তারপর সাইনআপ করে একাউন্ট লগইন করে নেবেন। এরপর অ্যাপ এর হোম স্ক্রিন আসবে।

এখান থেকে আপনারা চাইলে ইমেল স্ফুফিং ও করতে পারেন।

 

এবং তারপর আপনারা এসএমএস বুম্বিং করতে চাইলে এসএমএস অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা নিচেরর মতো অপশন দেখতে পারবেন।

 

আপনি যার নম্বরে পাঠাতে চান এসএমএস নাম্বার অপশনে তার নাম্বার ইনপুট করবেন এবং দেখুন।

 

আমি এখানে মাত্র পাঁচটি দিয়েছেন এখানে কতগুলো মেসেজ চলে এসেছে এখন আপনারা কল বম্বিং করার জন্য হোম স্ক্রিনে আসবেন তারপর কল অপশনে ক্লিক করবেন এরপর আপনি যার নাম্বারে কল বম্বিং করতে চান।

 

তার নাম্বার বসিয়ে দিয়ে সেন্ড করবেন এরপর তার ফোনে বারবার কল গুলো যেতেই থাকবে।

 

দেখুন, একবার কল বম্বিং করার পর, আমার ফোনে কল আসা শুরু করছে। ভিক্টিম নম্বর ব্লক করলে, তারপর ও কল আসবে।

 

খেয়াল করুনঃ অন্যায় ভাবে কাউকে বিরক্ত করে,,কোনো আইনী সমস্যায় পরলে, আমি বা ট্রিকবিডি দায়ী থাকবো না।

বম্বিং আ্যাপ টি ডাউনলোড করতে ক্লিক করুন।

অথবা যেকোন সমস্যা আমার সাথে যোগাযোগ করতে,  ক্লিক করুন

 

53 thoughts on "বেস্ট কল মেসেজ বম্বিং আ্যাপ, Best call and messages & sms bombings App"

  1. Prince Suyeb Contributor says:
    অনেক দিন পর পাইলাম দেকি কাজ করে কি না 🥰🥰🥰🥰
    1. Shofikul Islam Author Post Creator says:
      1000% kaj krbe….updated app ajkei amra published disi
  2. mdronykhan75612 Contributor says:
    এক কথায় অসাধারণ ভাই… চালিয়ে যান… ভালোবাসা রইলো ❤️
    1. Shofikul Islam Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া ❤️‍🩹
  3. Sk Shipon Author says:
    কাজ করছে।অসাধারণ এগিয়ে যান।
    1. Shofikul Islam Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া ❤️‍🩹
  4. Freelancer Nazmul Contributor says:
    – সুন্দর পোস্ট ভাই 🥰🥰
    ভাই ফোন আবার হ্যাক হবে। ভয় ভয় লাগে 🥹
    1. Shofikul Islam Author Post Creator says:
      না ভাই হ্যাক হবে না। আপনি আমাদের টিমে যেয়ে, দেখেন। হাজার হাজার লোক আমাদের আ্যাপ ইউজ করে। আর পারমিশন ছাড়া কখনোই ফোন হ্যাক করা সম্ভব নয়। আর আমাদের আ্যাপে তো পারমিশন এ দেয় নাই। তাহলে হ্যাক হবে কিভাভে?
  5. Tahasan Tanvir Contributor says:
    Apps a virus dicen kno 😂😂
    1. Shofikul Islam Author Post Creator says:
      আ্যাপ সমন্বে আপনাদের নলেজ কম! সেই ধারনা যদি থাকতো, তাহলে এই মন্তব্য টি করতেন না। আসলে অন্য, অন্য লোকেরা আমাদের আ্যাপটি এডিট করে, নিজের নামে চালিয়ে দেয়। যে কারনে আমরা পুরো আ্যাপটাকে Encrypted করছি। এজন্য কিছু,কিছু ফোন, কোড গুলেো Encrypted থাকার কারনে, সেগুলো পড়তে পারেনা। তখন দেখায় যে ভাইরাস প্রবলেম।

      আপনাদের মাথার কি একটু ও জ্ঞান নাই৷ আ্যাপে তো কারো পারমিশন এ নেয় না। তো পারমিশন না নিলে,,কিভাবে আমরা ইউজারের ইনফো হ্যাক করবো।
      এ সমস্ত মন্তব্য করে, শুধু অন্য, অন্য লোকদের ও বিবৃত করেন।

    2. Saiful Contributor says:
      পোস্টকারীর কমেন্ট দেখে হতাশ!
  6. Prince Suyeb Contributor says:
    মাত্র ১০ টা এসএমএস দেওয়া যায় লিমিট বারান কল এসএমএস এর
  7. Md Abul basar Contributor says:
    virus detected. ..
    app e to malware ache…
    hacked howyar somvabona 98%
    1. Shofikul Islam Author Post Creator says:
      Like it
  8. Ridoy6979 Contributor says:
    Bro virus Detective kore
    1. Shofikul Islam Author Post Creator says:
      ভাই, পুরা আ্যাপ Encrypted করা। তারকারনে কারো,কারো ফোন জাভা কোড গুলা রিড করতে পারে না। তখন ভাইরাস প্রবলেম দেখায়। ভাইরাস আ্যাপ হতে হলে, ১ম পারমিশন নিতে হবে। কিন্তু আমরা আ্যাপে পারমিশন এ ব্যবহার করি নাই। তাহলে কিভাবে ইউজারের ডাটা নেবো?

      অন্য, অন্য লোকেরা আমদের আ্যাপ এডিট করে,নিজের নামে চালিয়ে দেয়। যে জন্য আমরা পুরা আ্যাপটাকে Encrypted করছি, যাতে তারা না পারে।

      মুলত এ কারনে কিছু কিছু ফোনে ভাইরাসের প্রবলেম দেখায়। কিন্তু প্রকৃতপক্ষে এটি ভাইরাস নয়।

  9. MD Hasan Xhmed Contributor says:
    ভালো পোষ্ট।
    1. Shofikul Islam Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া ❤️‍🩹
    2. MD Hasan Xhmed Contributor says:
      ওয়েলকাম।
  10. M. M. Anik Contributor says:
    এ্যাপে প্রচুর বাগ।
    ◑২০ টা মেসেজ সেন্ড করে ৪৩টা মেসেজ পেয়েছি।
    ◑কল বোম্বিং একেবারেই কাজ করে না।
    ◑ইমেইল স্পুফিং কাজ করে না।
    ◑এ্যাপটি কিছুক্ষণ ব্যবহারের পর অটো হ্যাং করে।
    1. Shofikul Islam Author Post Creator says:
      এটা বাগ কেমনে হয়? আপনি যা চেয়েছেন, তার থেকে আরোও বেশি মেসেজ পাইছেন।

      ২০ আ্যামাউন্ট দেয়া মানে,, আ্যাপে ৬ টা এপিআই আছে, তাহলে ৬ টা এপিআই ২০ টা রিকুয়েষ্ট যাবে। সে হিসাবে ২০ টা দিলে ১২০ টা মেসেজ যাবার কথা। এজন্য মেসেজ করার আগে ভেবে চিন্তে বম্বিং করতে হবে।

      আর আ্যাপ হ্যাং করে এই সমস্যা টা ঠিক করা হচ্ছে।

      ইমেইল স্ফুফিং কাজ করে, সেন্ড করার পর স্পাম ফোল্ডার চেক করলে পেয়ে যাবেন।

    2. M. M. Anik Contributor says:
      আপনি তো দেখছি নিজের বিরাট বড় মাপের কেউ মনে করেন। বয়স তো মাত্র ১৭। মানুষের সাথে কিভাবে ভালোভাবে কথা বলতে হয় সেটাও তো এখনো শিখতে পারেননি। সত্যি বলতে, যাদের জ্ঞানের গভীরতা কম তারা নিজেকে অনেক বড় মনে করে আর আপনিও ঠিক সেই দলেরই লোক। সামান্য কিছু শখে বড়াইয়ের ঠেলাই মাটিতে পা পড়ছে না।

      আপনি আমাকে বাগ শিখাচ্ছেন? কতদিন যাবৎ আছেন এই প্রোফেশনে? সবকিছু শিখে ফেলেছেন? অন্যরা সবাই মুর্খ?

      আমি যেটা চাই সেটা যদি এ্যাপ না দিতে পারে তবেই সেটাই সেই এ্যাপের বাগ। আমি চাচ্ছি ২০টা মেসেজ কিন্তু আমাকে দেওয়া হচ্ছে ৪০+, এটা অবশ্যই বাগ। অন্য আর কোনো মেসেজ বোম্বিং এ্যাপ নাই? আমরা সেগুলো ব্যবহার করিনি? কই সেসব এ্যাপে তো ২০টার রিকোয়েস্ট পাঠালে ৪০টা দেই না।

    3. Shofikul Islam Author Post Creator says:
      ভাই বুঝলাম নাহ! আপনি অজথা তর্কে জড়াচ্ছেন কেন? এপিআই দিয়ে, কখনো আপনি মেসেজ বম্বিং, বানাইছেন? এপিআই এ তো চেনেন না মনে হয়, বানাবেন আর কেমনে?😂 জানলে, তাহলে আপনি এটা বলতেন নাহ। কেননা আপনার একটা কথা বুঝতে হবে। আ্যাপে ৫ টা এপিআই যুক্ত করা আছে, যখন আপনি ধরুন, ২০ আ্যামাউন্ট দিয়ে, সেন্ড করলেন, তখন প্রথম এপিআই থেকে ২০৷ ২য় এপিআই থেকে ২০ টা করে রিকুয়েষ্ট সেন্ড হয়। তখন ২০ আ্যামাউন্ট দিলে৷ তাহলে ৫×২০=100 মেসেজ সেন্ড হবে। আর আপনি কিন্তু আ্যামাউন্ট দিছেন, শুধু ২০ টা। আর মেসেজ গেলো, 100 টা।
    4. Shofikul Islam Author Post Creator says:
      এই ব্যাপার তো, আপনাকে বুঝতে হবে নাকি? এটা আ্যাপের কোনো বাগ হয় না। যারা এপিআই তৈরি করেছেন, এই সমস্যা শুধু তারায় ঠিক করতে পারবে। তাছাড়া আমরা পারবো না। কেননা আমরা এপিআই বানাই নাই, আমরা বানাইছি আ্যাপ। আপনি বলছেন, আ্যাপ স্লো কাজ করে, হ্যাং করে, এটা বাগ, হ্যা সেটা তো আমিও মানছি। কিন্তুু আপনার কথার ধরন দেখে, কি বলবো। এত বিশ্রীভাবে মন্তব্য করার কি আছে? আমি কি আপনাকে কোনো হেও করছি। খালি কলস বাজে বেশি, সেই দশা হইছে আপনার😂
      আমি তো আপনাকে এমন কিছুই বল্লাম না। আপনি এমন ভাবে বললেন, যেনো বাগ এর ( ক) ও আমি জানিনা। আপনি সবই জানেন। ১৭ বছর, বয়সে যা শিখছি, আল্লাহর রহমতে ভালোই শিখছি। আপনি পারছেন এই বয়সে, আমার মত শিখতে, পারেন নাই, ইনবক্সে আসিয়েন, বায়ারের করা,২০/২৫ টা প্রজেক্ট দেখাবনে। আমার সমন্বে আপনি জানেননা, আর আমি মনে করি আপনার লোকের জানানোর ও দরকার নাই, এটা বলব,কাউকে কিছু বলার আগে যেনো বুঝে কথা বলবেন। কয়টা পোস্টার ডিজাইন শিখছেন, তাতেই ভাব, ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ও জানা আছে, কোনো ভ্যালু লাগলে বলিয়েন দিমুনে।
      আর আপনি এক্সপেরিয়েন্স এর কথা বলেন😂 আমার এগুলা ক্লাস ৭ এ থাকতে শেখা, ৩/৪ বছরের এক্সপেরিয়েন্স আছে আমা বুঝলেন!
      মানুষের ব্যাক্তিত নিয়ে,কথা বলার আগে, নিজের তলায় হাত দিবেন।

      আমি তো কখনো আমার শেখাগত নিয়ে,কোনো কথা বলি নাই। আর আপনি নির্বোধর মত, মানুষের ব্যাক্তিত্ব নিয়ে, একটা লেকচার দিলেন। আমি আপনাকে চিনি না, জানিনা, তো আপনার সাথে খারাপ ভাবে কথা বলে, আমার কোনো লাভ আছে? ১৭ বছরের বয়সে আমি যা করতে পারাছি, আপনি আমার ধারের কাছে, এই বয়সে আস্তে পারেন নাই। সুতরাং কাউকে কিছু বলার আগে৷ সাবধানে কথাবার্তা বলবেন।

    5. M. M. Anik Contributor says:
      আপনার প্রত্যেকটা পোস্টের কমেন্টগুলো নিজে আরেকবার চেক দিয়েন। ইভেন এই পোস্টের কমেন্টগুলো চেক দিয়েন। আপনার বিহেভিয়ারে যথেষ্ট পরিমাণ সমস্যা আছে।

      এই পোস্টের কমেন্টেই Abdus Sabur & Saiful ভাইয়ের কমেন্ট দেখেন। আপনার কমেন্টের ধরণ আর কথাবার্তাই আপনার অজ্ঞতার পরিচয়। আমি কি পারি বা না পারি সেটা নাহয় না বললাম। আমি কয়েকটা পোস্টার ডিজাইন পারি নাকি আপওয়ার্কে ফুলটাইম ফ্রিলান্সার সেটা আপনার সাথে বলার কিছু নাই৷ আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই যে আপনার ভুল ধরতে আসবো। আপনি ভুল করেছেন তাই ধরেছি।

      আর এইযে কিছু কাজ করে এতো পার্ট নিয়ে লাফাচ্ছেন, মাটিতে পা পড়ছে না সেটা শুধুমাত্র কিছু কাজ জানেন সেজন্য। যখন বিষদভাবে জানবেন তখন দেখবেন মাটিতে পা দিয়েই হাটবেন।।

      আপনার মতো মুর্খের সাথে আর তর্ক করতে চাই না। আপনার যা ইচ্ছা রিপ্লে দিয়েন তবে শেষমেশ এতোটুকু বলতে চাই, “আচরণ ঠিক করেন, মানুষকে ছোট করা বাদ দিয়ে সবাইকে মুল্য দিতে শেখেন, শত্রু কমান। নাহলে কবে কোন বিপদে কাকে প্রয়োজন হবে টেরও পাবেন না”

    6. Shofikul Islam Author Post Creator says:
      মুর্খের কাছ থেকে, পরামার্শ পেলাম ভাল লাগছে। আপনি আরোওও বড় মুর্খ, 😂😂 যে, যেমন ব্যবহার করবে, তার সাথে তেমন করাই উচিত, যেমন টা আপনার সাথে করা হচ্ছে। 😂 এখানে তো আরোও লোক কমেন্ট করছে, যারা ভালো কমেন্ট করছে, তারা ভালোই রিপ্লাই পাইছে😉 আমার মাটিতে পা পড়ুক, আর আকাশে পড়ুক, সেটা আমার ব্যাক্তিগত ব্যাপার। আমার ব্যাক্তিগত ব্যাপারে আপনি নাক গলানোর কে? বরং আপনি এই কথাটা বলে, নিজেকেই বড় মুর্খ প্রমান করলেন। আর কি জানি বললেন শত্রু🤣 আমার টিমে যেয়ে দেখেন, শত্রু তো দুরের কথা, ভক্তের অভাব নাই,আমার সোশাল প্লাটফর্ম গুলো ঘুড়ে দেখিয়েন🤭 সুতরাং মনিষীরা বলে গেছে,

      মুর্খের সাথে তর্ক করো, কোন একসময় সফল হবা। কিন্তু শিক্ষিত তো নামের মুর্খের সাথে নয়। আপনি হচ্ছেন সেই শিক্ষিত মুর্খ😂 সুতরাং আপনার সাথে তর্ক করা,মানে আমার সম্মান কমানো। তাই এখানেই শেষ করে দিলাম😁

      আবার ও ধন্যবাদ মুর্খ ভাই, আপনার সুন্দর মুর্খ মার্কা মতামত জানানোর জন্য। 😂😂😂
      আর মূর্খ ভাই আরেকটা কথা বলি, ভুল ধরার ও সিস্টেম আছে, সম্মান দিয়ে ভুল ধরবেন, এখানে অনেকেই সম্মান দিয়েই বলছেন, যে ভাই আ্যাপে ভাইরাস সমস্যা, তাদের কে সম্মান দিয়ে বুঝিয়েছি।

      বুঝছেন মুর্খ ভাই😂

    7. M. M. Anik Contributor says:
      বাহ! মুর্খতার সর্বোচ্চ পর্যায়ে দেখছি আপনি। ভালোই লাগলো 😅😅😅😅
    8. Shofikul Islam Author Post Creator says:
      জীবনে বহুতত লজ্জাসরমহীন লোক দেখছি, আপনার মত এতটা বিকৃত মস্তিষ্কের মত লজ্জাহীন লোক দেখি নাই। বার,বার অপমানিত হচ্ছেন! তারপর ও সরম করে না, এ সমস্ত কথাবার্তা বলতে? এখানে কয়টা পজেটিভ কমেন্ট, আর কয়টা নেগেটিভ সেটা লোকজনই বিচার করবো, আর কে শিক্ষিত, কে মুর্খ,সেটা লোকজন তো দেখতাইছে নাকি?😂 তোমার মত, অটিস্টিক অটিজম প্রতিবন্ধী মস্তিষ্কের, মানুষকে আমার আ্যাপ ব্যহার করতে কইছে কে?

      আর হ্যা, দোয়া করি, ভবিষ্যতে যেনো অনেক বড় অটিস্টিক অটিজম হন😂

      তোমার ঘাড়ে চাপাই দিই নাই, যে ব্যাবহার করতে হবে। তোমার অরজিনাল ইনফো গুলা যদি পাইতাম না, যেমন সিম নম্বর, বা ফেসবুক আইডি, তাহলে দেখতা আমি কি জিনিস। পার্সোনাল সিম নম্বর টা যদি কোনমতে পাইতাম তোমার , ওই নম্বরের সোশাল জগত হারাম করে দিতাম, তোমার আমি। ওহ একটা কথা আর আমারে বাগ শেখাও মিয়া,😂 বাগ এর তুমি ( ক) ও জানোনা। এত্ত বড় হইছো, মানুষকে সম্মান দিয়ে কথা বলা শিখো নাই। বয়সে বড় বুড়া হইছো। কিন্তু বুদ্ধি, আর সম্মানের দিক দিয়ে, অটিস্টিক অটিজম।

      বেশি কিছু বলতে চাইনা, আমারে ইনবক্সে মেসেজ দিও, তারপর তোমার সাথে খেলবো।

  11. Md Abdus Sabur Legend Author says:
    আগের পোস্টে একটা কথা বলরাম বললেন আমার জ্বলে কেন। আপনি আমার শত্রু না আপনাকে চিনি ও না। পোস্টে সমস্যা মনে হইছিল তাই বলেছি।

    এই পোস্টে যে এপস দিছেন এটা ভাইরাস দেখাই ইনিস্টাল হয়না। redmi k20 pro mobile…. Try kore dekben….

    1. Md Abdus Sabur Legend Author says:
      আর তারপরে ও বিশ্বাস না হলে মেসেন্জারে নক দেন ভিজিও করে দেখাই আপনাকে https://m.me/420mehedi420
    2. Shofikul Islam Author Post Creator says:
      Okk Dex Modified kortasi..kisukon por a akta post debo..tahle apner r virus detected krbe na..
    3. Shofikul Islam Author Post Creator says:
      Okh vaiya sorry
  12. Limon Sarkar Contributor says:
    Shofikul ভাই একদম মনমতো জিনিস দিছেন ভাই 🤘
    কিন্তু কিছু মেসেজ লিখে দেয়ার পরে নাম্বার গোপন থাকবে এরকম সিস্টেম করলে জনগণের খুব উপকার অইতো ❤️
    1. Shofikul Islam Author Post Creator says:
      ধন্যবাদ, এরকম আরোওও টুলস বানাচ্ছি। আস্তে,আস্তে সব পাবলিশ দেবো।
  13. Limon Sarkar Contributor says:
    মেসেজ এর টা কাজ করছে ১০০%
    কলিং এর টা পরে টেস্ট করবো
    1. Shofikul Islam Author Post Creator says:
      কি কাজ করে না?
  14. Saiful Contributor says:
    পোস্টকারির কিছু কমেন্ট দেখে হতাশ।
    1. Md Abdus Sabur Legend Author says:
      🔴
  15. Redwan Ahmed Sawkhin Author says:
    বম্বিং ওয়েবসাইট বানান ভাই।তাহলে উপকৃত হতাম
    1. Shofikul Islam Author Post Creator says:
      Hmm vaiya aste aste banano hbe..tarpor post debone
  16. the_sayem Contributor says:
    ট্রিকবিডির মানুষের থেকে এমন ব্যাবহার আশা করা যায় না।
  17. mdmamunrahman Contributor says:
    Bidesh a kaj korbe ki
    1. Shofikul Islam Author Post Creator says:
      Na vaiya ata sudu bd te kaj krbe
  18. SM MUNNA Author says:
    কল কাজ করেনা
  19. Asif Contributor says:
    ট্রাই করে দেখবো
  20. NetMan09 Contributor says:
    SMS এ কাজ করছে,,,, কিন্তৃ কল গেলো না তো
  21. Md Milon Contributor says:
    ম্যাসেজ সুন্দর কাজ করতেছে কিন্তু কল একটাও হয়না😑
  22. NetMan09 Contributor says:
    SMS যা যাচ্ছে খারাপ না,,,,, চলে,,,, কিন্তু কলে তেমন হচ্চ্ছে মাঝে মাঝে যায়,,, আর আপ এ virus দেখাচ্ছে আর আপ হ্যাং করছে সাথে ফোন ও,,, সব গুলা ঠিক করেন ভাই
    1. Shofikul Islam Author Post Creator says:
      Ajke new app published debo..jeta te call jabe asa krsi
  23. rana2hin Contributor says:
    কল বোম্বিং এ এখনো সমস্যা আছেই। কল যায় না।
    কল বোম্বিং কখনো ঠিকঠাক ভাবে করা সম্ভব বলে মনেহয় না।
  24. Munna+Khan Contributor says:
    zee5 niyaa post kornn please use korty paatsi nh keno?
  25. jony18 Contributor says:
    ফ্রী তে মেসেজ পাঠানো যায় এরকম কোনো এপ বা সাইট যদি দিতেন উপকৃত হতাম

Leave a Reply