Site icon Trickbd.com

১মিনিটের ও কম সময়ে যেকোনো Website এর লিংক লক করে দিন! পাওয়ারফুল এডস মুক্ত, Link Lock এবং Link Encryptor ওয়েবসাইট। যেকোনো Website এর লিংক লক Locked করে ফেলুন।

আসসলামু আলাইকুম, আসা করি সবাই ভালো আছেন! বরাবরের মতই আজকে আরেকটি নতুন অনলাইন টুলস নিয়ে আলোচনা করবো,তা ইতিমধ্যে আপনারা আমার পোস্টের টাইটেল দেখেই বুঝে গেছেন।

এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নেই আগে, আপনারা হয়তো অনেকেই বলবেন, যে এ আর কি এমন, গুগলে তো এরকম রহ রহ ওয়েবসাইট আছে, তাহলে এটা নিয়ে এভাবে আলোচনার দরকার কি?

তো তাদের উদ্দেশ্য আমার একটায় কথা, প্রথমেই তাদের উদ্দেশ্য,  নিচের গুগলের বিভিন্ন ওয়েবসাইট এর সাথে এটার তফাৎ একটি লিস্ট আকারে বলে দিই।

তার আগে জেনে নিবো, যে এই লিংক লক এবং ইনক্রেটার এর কাজ কি এবং এটা কেনই বা আমরা ব্যবহার করব?

যাদের মনে এই প্রশ্ন, তাদের জন্য উত্তর গুলো হলোঃ

১. বিভিন্ন সময় আমরা চাই, মানে গোপনীয়তার ক্ষেত্রে লিংক লক করে রাখতে,  যেনো আমার পারমিশম ছাড়া কেউ লিংক এর এক্সেস করতে না পারে। সেই সুবিধা টা আপনি আজকের এই টুলস এর মাধ্যমে করে নিতে পারবেন।

২. এটার মাধ্যমে আপনারা ফ্রী তে ক্যাপশা ভেরিফাই সিস্টেম করতে পারবেন।

৩. জ্যামিতি বাদে,গনিতের যেকোনো অংক দিয়ে ক্যাপচা এবং ইউজার ভেরিফাইড সিস্টেম করতে পারবেন।

৪. মেসেজের মাধ্যমে আপনার প্রশ্ন ইউজার কাছে তুলে ধরতে পারবেন।

৬. লিংক সর্ট করতে পারবেন,  Tiny Url দিয়ে,

৭. অনেক সময়, গুগলে লিংক ভাইরাস সমস্যা দেখা দেয়, কিন্তু এটার মাধ্যমে লিংক মেক করার পর,কোনো ভাইরাস সমস্যা দেখা দেবেনা।

তো যাইহোক, মোটামুটি সব সুবিধা গুলো উপরে তুলে ধরেছি। এখন বলে নেই, অন্য, অন্য ওয়েবসাইট এর সাথে এটা ভিন্নতা।

 

গুগলে বেশির ভাগ কমই এমন লিংক লকার ওয়েবসাইট, দেখা যায়, এটা আমার দিক দিয়ে বল্লাম। বেশির ভাগ ক্ষেত্রেই লিংক সর্টনার ওয়েবসাইট দেখা যায়।

 

তাও আবার যে কয়টা লিংক লকার ওয়েবসাইট দেখা যায়, সেগুলোর আবার কিছু,কিছু সমস্যা থাকে, সেগুলো যেমনঃ

১. এডস বিরক্তিকর

২. সাইট লোডিং হতে দেরি হয়

৩. লিংক এর কোনো লিমিটেশন, বা গ্যারান্টি থাকেনা, অর্থাৎ যেকোনো সময় লিংক টি কাজ করা বন্ধ করে দেয়।

৪. অনেক ক্ষেত্রেই  লিংক এর সাথে ক্যাপচা সিস্টেম নাই।

৫. লিংক এর সাথে মেসেজ যুক্ত করার সিস্টমেম নাই।

৬. আর সব থেকে বড় সমস্যা, এগুলোতে বেশির ভাগ প্রমোশন দেই,

কিন্তু আজকে আপনাদের সামনে যে টুলসটি শেয়ার করব এগুলোতে উপরে বলা যত সমস্যা আছে, একটিও থাকবে না। এখানে আপনারা উপরের সবগুলো সমস্যা হীন ভাবে খুব সহজেই আজকের এই লিংক লকার ব্যবহার করতে পারবেন।

উপরে যে যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে সেই সমস্যাগুলো সমাধান আজকের এই টুলস গুলোর মধ্যে রয়েছে এবং এখানে আপনারা সবগুলো অপশন ব্যবহার করতে পারবেন।

 

 

আজকের লিংক লকার এর সুবিধা গুলো হলোঃ

১. ক্যাপশা সিস্টেম করতে পারবেন।

২. আনলিমিটেড লিংক তৈরি করতে পারবেন।

৩. লিংক কখনোই Expired হবে নাহ।

৪. একদম এডস মুক্ত প্রিমিয়াম।

৫. লিংক এর সাথে মেসেজ যুক্ত করতে পারবেন।

৬. আরোও বিভিন্ন সুবিধা যেগুলো পোস্টের মধ্যে বলে দেওয়া হবে।

তো পোস্ট শুরু করা হলো।

১ম এ আপনারা এই ওয়েবসাইট টি ওপেন করে নিবেন।

এই ওয়েবসাইটি অনেক, অনেক ফাস্ট। এবং অনেক রানিং কাজ করবে। এখানে আপনারা ওপেন করার পর ফ্রেন্ড লি Ui সহ সব ব্যবহার করতে পারবেন।

প্রথমে দেখতে পারবেন যে লিঙ্ক দেখতে বক্স আছে ওখানে আপনি যে লক করতে চান সেই লিংকটি দিবেন।

 

তো দেখুন এখানে আপনি আপনার পছন্দের লিংক দিবেন, যে লিংক টাকে থ আপনি লক এবং এর Encrypted  করতে চান.

সাপোস আমি আপনাদের উদাহরণ হিসাবে দেখানোর জন্য গুগলের লিংক ব্যবহার করেছি। আপনার এখানে আপনাদের ইচ্ছামত লিংক এ বসিয়ে নিবেন।

 

তারপর এখানে আপনি মেসেজ অপশনটি দেখতে পারবেন এখানে আপনি আপনার মনের মত মেসেজ লিখে দিতে পারবেন। যেটা আপনি আপনার ইউজারের সামনে শো করতে চান।

 

ধরুন আপনি একটি লিংক লক করলেন, যখন আপনার ব্যবহারকারী আপনার এই লক করা লিংক থেকে ইউ আর এল টি ওপেন করবে।

তখন তার কাছে যে ওয়েবসাইট শুরু করবে, একটি লক স্কিন হিসেবে। সেখানে আপনি যে মেসেজটি শো করতে চান সেটি এখানে লিখে দেবেন।

ধরুন এখানে আমি একটি কথা লিখে দিলাম,

 

যে আপনি যদি এই লিংকটি ওপেন করাতে চান বা এই লিংক দিয়ে পাসওয়ার্ড জানতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন।

এরপর আপনি আপনার আইডি লিংক দিবেন যেখানে বা যে মাধ্যমে আপনি যোগাযোগ নিতে চান, তারপর পাসওয়ার্ড অপশন দেখতে পারবেন এখানে আপনার মন মত যে কোন ইচ্ছামত পাসওয়ার্ড দিয়ে দিবেন।

১ম বক্সে যে পাসওয়ার্ড টি দিবেন, সেইম পাসওয়ার্ড টি পরের বক্স এও দেবেন।  এরপর 

Encrypted & Lock This Url

এই অপশনে ক্লিক করবেন।

এখন আপনার লক করার লিংকটি সম্পূর্ণভাবে তৈরি এখানে আপনি কপি লিংক করে,

লিংকটি যে কাাউকে পাাঠাতে পারেন।

কিন্তুু

এখানে লিংকের এড্রেস টি অনেক বড় হবে সুতরাং আপনি চাইলে সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য শর্ট করে নিতে পারেন।

দেখুন এখানে লিংকটি কত বড় হয়েছে সুতরাং আপনাদের ক্ষেত্রে অনেকের কাছে ভালো লাগবে না এত বড় লিংক,

তার জন্য আমরা আকর্ষণীয় করতে, লিংকটি দ শর্ট করে নেব এর জন্য আপনারা নিচে যে অপশনটি দেখতে পারছেন।

এখানে ক্লিক করবেন। তারপর নিচের মত আসবে।

এখানে × অপশনে ক্লিক করবেন, তারপর নিচের মত আসবে।

এখানে ক্লিক করে, আপনাদের কাঙ্খিত লক এবং Encrypted লিংকটি কপি করে নিবেন,

 

এর পরে এটি পাঠানোর জন্য প্রস্তুত! এটাকে আমরা সুন্দর করে নিলাম, এখন যাকে ইচ্ছা আপনি তাকে পাঠাবেন।

যখন সে লিংক টি ওপেন করবে, তখন এমন দেখাবে

তো দেখতেই পারছেন এখন তার কাছে এমন দেখাবে দেখুন এখানে কিন্তু কোন প্রকার Ads বিরক্তি বা কোন কিছুই নাই.

 

এখানে যতক্ষণ না আপনার পাসওয়ার্ড দিবে ততক্ষণ পর্যন্ত আপনার লিংকটি ওপেন করতে পারবেনা। যখন এখানে আপনার দেওয়া সঠিক পাসওয়ার্ডটি দিবে।

তখনই কেবলমাত্র লিংকটা ওপেন করতে পারবে। এটার মাধ্যমে আমরা বিভিন্ন প্রাইভিসি সিকিউরিটি লিংক তৈরি করতে পারবেন।

লিংক লকা’র lock  এবং এনক্রিপটেড ওয়েবসাইট ওপেন করতে ক্লিক করুন।

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

 

এখানে প্রোসেস টা দেখে মনে হতে পারে, যে এত সময় নিয়ে এগুলো কে করবে, এটা পুরো বিষয়ে ধারনা দিলাম, এটা আপনারা ৬০ সেকেন্ড এর ও কম সময় এ করতে পারবেন?

আজকের পোস্ট এ পর্যন্তই পরবর্তীতে এটিকে নিয়ে আরো মডিফাই করে আপনাদের সামনে আরো ও একটি পোস্ট করব, তো সবাই ভালো থাকবেন,

~আল্লাহ হাফেজ।