আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকের পোষ্টের বিষয় হলো যে কিভাবে আমরা আমাদের বাংলা লেখাকে ভয়েস মেসেজে রূপান্তর করব?
এবং এটা আমরা ১০০ পার্সেন্ট ইউনিক ভয়েস অর্থাৎ কোন প্রকার নয়েজ ছাড়াই খুব সহজেই আমরা বাংলা লেখা সহ পৃথিবীর গুরুত্বপূর্ণ কিছু দেশ এর ভাষা লেখে সেটাকে ভয়েস মেসেজে কনভার্ট করতে পারব. তো আর বেশি কথা বলছি না চলে যাচ্ছি মেইন পোস্টে.
এর আগে আরেকটি কথা না বললেই নয়, আমি জানি না ট্রিকবিডিতে এটা নিয়ে এর আগে কেউ পোস্ট করছে কিনা, আমি খুঁজে ছিলাম আমি এই ওয়েবসাইট নিয়ে পোস্ট পাইনি.
তাই আমি এটা নিয়ে Post করছি আর যদিও বা কেউ পোস্ট করে থাকে তাহলে সেটা ওল্ড হয়ে গেছে যে কারণে এটা এখন যারা নতুন আছে তারা জানে না যে কিভাবে 100% নয়েজ ছাড়াই লেখা থেকে ভয়েস করা যায়।
হয়তো এখনো অনেকে এটা জানে না, এই পোস্টটি করলে সেটা রিসেন্ট পোস্ট হবে সুতরাং যারা নতুন আছে এ বিষয়টি এখনো জানেনা তাদের বিষয় থেকে জানতে পারবে।
অশালীন এবং কিছু অন্যরকম কমেন্টারি আছে যারা টাইটেল পড়েই পোস্টে উল্টা পাল্টা কমেন্ট করে, অথবা পোস্টের ভেতরে কি বলা আছে সেটা না জেনে কমেন্ট করে,
তাদের ক্ষেত্রে বলি উল্টাপাল্টা কমেন্ট করলে প্রতিটা কমেন্টে রিপোর্ট করা হবে।
অল্প একটু কথা বলতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম যাই হোক এটার জন্য কিছু মনে করবেন না এখন সত্যি সত্যি মেইন পোস্টে চলে আসলাম,
এখানে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পারছেন মূলত এটার মাধ্যমে আমরা আমাদের বাংলা ভাষা সহ পৃথিবীর গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের ভাষার লেখাকে ভয়েসে রূপান্তর করতে পারবো এখানে আসার পর,
এখানে প্রথমে আপনারা যে অপশনটি দেখতে পারছেন টেক্সট টু অডিও এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন তারপর নিচের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন,
এখানে চাইলে আপনার রাইটার বিবরণ গুলো পড়ে নিতে পারেন সুতরাং আমরা যেহেতু লেখা থেকে ভয়েস করব,
এত কিছু না করে ওখানে উপরে যে লেখাটি দেখানো হয়েছে লাল চিহ্ন দিয়ে সেই অপশনটিতে আমরা ক্লিক করব,
সেই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটি শো হবে এটা হচ্ছে লোডিং পেজ,
এখানে অথেন্টিকেটিং এই লেখাটি থাকবে এরপর কয়েক সেকেন্ড পর আমাদের সামনে নিচের মতো একটি পেজ আসবে,
এই অপশনে ক্লিক করলে আপনারা যে ভাষার অর্থাৎ যার ভয়েস দিয়ে আপনারা টেক্সট লেখাকে ভয়েসে রূপান্তর করতে চান, তার কন্ঠ এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন মূলত এটার মেইন কাজ হচ্ছে ভয়েসের জন্য কন্ঠ সিলেক্ট করা,
দেখুন আমি সেই অপশনে ক্লিক করলাম অর্থাৎ কন্ঠ সিলেক্ট করার জন্য এখানে অনেকগুলো ভয়েসের কন্ঠ র স্পিনার মেনু চলে এসেছে
এখান থেকে আপনারা যার কণ্ঠ দিয়ে ভয়েস বানাতে চান সেটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো আমরা যেহেতু বাংলা ভাষা দিয়ে বানাবো আমরা এখন বাংলা ভাষায় দেখবো
বাংলা ভাষা সিলেক্ট করার জন্য আপনারা উপরে দেখানো যে আইকনটি আছে সেই অপশনে ক্লিক করবেন তারপর নিচের মত একটি পেজ দেখতে পারবেন,
তারপর এখানে দেখানো অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন নিচে যেটা আছে এটা হচ্ছে ইন্ডিয়ার মানুষের মতো ভয়েস হবে,
বাংলা ভাষায় তো আমরা যেহেতু বাংলাদেশের একদম ক্লিয়ার কন্ঠে তৈরি করব সেজন্য আমরা উপরের যে বাংলাদেশ লেখাটি আছে সেই অপশনে ক্লিক করে দেব,
তারপর এখানে নিচে যে আইকনে দেখানো আছে সেটাতে ক্লিক করে আমরা মহিলা অথবা পুরুষ ভয়েস কন্ঠ সিলেক্ট করে নিতে পারব সাপোস আমি এখানে মহিলা কন্ঠ নিলাম এরপর আমি একটি লেখা লিখলাম,
এই লেখাটি লেখার পর অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই লেখাটি লিখতে হবে এমনটা না আপনি যেটা লিখতে চাচ্ছেন সেই লেখাটি লেখা শেষে,
নিচে দেখানো যে ক্রিয়েট অডিও অপশন আছে সেটাতে ক্লিক করে দেবেন তারপর নিচের পেজের মতো দেখতে পারবেন
এখানে হচ্ছে আপনাদের ভয়েসটি তৈরি হবে তার জন্য এখানে আপনাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপর আপনারা নিজের স্ক্রিনশট এর মত একটি ছবি দেখতে পারবেন যেখানে আপনার ভয়েসটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে
আপনার ভয়েস টি ডাউনলোড করার জন্য নিচে যে ডাউনলোড অপশনটি আছে সেটাতে ক্লিক করে দিলে এটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তারপর এটা হচ্ছে আপনারা যে কোন জায়গায় শেয়ার করতে পারবেন,
ওয়েবসাইট লিংকঃ https://www.narakeet.com
হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।
আজকের পোস্ট এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
আমি এটা দিয়ে মেয়ে ভয়েস দিয়ে পাবজি খেলবো
প্রিমিয়াম কিনতে বলে
কোনো way আছে…?
Sommsha Hle Akan theke open krun/
Link: https://www.narakeet.com/app/text-to-audio/?projectId=cd227942-5e5e-48cd-9cf3-50b534ea6181