আসসালামু আলাইকুম অনেকদিন পর আর একটা পোস্ট নিয়ে হাজির হলাম!

আজকের পোষ্টের বিষয় হচ্ছে আমরা কিভাবে একটি ওয়েবসাইটের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাহায্যের এলন Mask,  বিল গেটস, স্টিভ জব সহ বিভিন্ন প্রকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার সহ যে কারো সাথে কথা বলতে পারব!

যে কারো সাথে বলতে, ওখানে থাকা অসংখ্য ক্যাটাগরর লোকদের সাথে কথা বলতে পারবো।

কিছু কমেন্টকারীদের উদ্দেশ্যে…

যারা পুরো পোস্ট না পড়ে কিছু না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করেন, তাদের প্রতিটা কমেন্টে রিপোর্ট করা হবে!

তো চলুন শুরু করা যাক!

তো প্রথমে আপনারা পোস্টের নিচে দেওয়া লিঙ্ক থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েবসাইটটি ওপেন করে নিবেন!

তারপর আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে উপরের কোনায় Sign-up  বলে একটা অপশন দেখতে পারবেন ওখানে ক্লিক করে গুগল দিয়ে আপনার একটি একাউন্ট তৈরি করে নিবেন তারপর আপনারা ওয়েব সাইটে ওপেন করে নেবেন!

ওয়েব সাইটটি ওপেন করার পর,

আপনারা এরকম দেখতে পারবেন এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারবেন অর্থাৎ প্রতিটা ক্যাটাগড়ির জন্য প্রতিটা এক্সপার্ট এআই আছে,

যেগুলোর সাথে আপনি ক্যাটাগরি অনুযায়ী আপনার যে বিষয়ে কথা বলতে চান সে বিষয়ে খুব ভালোভাবে কথা বলতে পারবেন!

 

 

এখানে আপনারা নিছে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন ইলন মাস্ক বিল গেটস জব স্টিভস।  সহ আরোও অনেকেই!

 

চাইলে আপনার এখান থেকে ChatGPT  ফোর ব্যবহার করতে পারবেন অর্থাৎ এখানে ক্যাটাগরির বিষয়গুলোর উপর আপনারা Chatgpt 4ব্যবহার করতে পারবেন!

তো দেখুন আমি প্রথমে এলন mask দিয়ে দেখলাম alon mask  কে আমি লিখলাম এবং সে কিন্তু এটার উত্তর দিয়ে দিল!

এখানে হচ্ছে আপনি এলন মাস্ক বিষয়ক যেকোনো তথ্য অর্থাৎ তার আইটি সেক্টর সহ এগুলো সম্বন্ধে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতে পারবেন!

এখনবিল গেটের সাথে কথা বলবো! 

 

 

সেজন্য এখানে বিল গেটসের উপর ক্লিক করে বিল গেটসের Ai  ওপেন করে নিলাম.

তো দেখুন আমি বিল গেটসকে প্রশ্ন করলাম এবং প্রশ্ন করার সাথে সাথে আমাকে ChatGPT  এর মত উত্তর দিয়ে দিচ্ছে এভাবে আপনারা এখানে থাকা বিভিন্ন ক্যাটাগরিতে কথা বলতে পারবেন!

এখানে আপনারা বিল গেটস সম্বন্ধিত যে কোন প্রশ্নের উত্তর পাবেন!

 

ওয়েবসাইট লিংকঃ https://chat.forefront.ai/

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

 

কোথাও কিছু বুঝতে সমস্যা হলে জানাবেন ঠিক করে দেবো!

তো এই ছিল আজকের পোস্ট! সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ!

15 thoughts on "New Ai, ইলন মাস্ক, বিল গেটস এর সাথে কথা বলবেন যেভাবে, সাথে থাকছে Free ChatGPT 4."

  1. PTX Master Contributor says:
    Dhur mia moja lon? ?
    Title dekhe vabchilam prokito orthe kuno way dekha ben….
    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      @PTX Master টাইটেল এর শুরুতেই যে Ai কথাটা লিখছি! সেটা কি দেখেন নাই! (Ai) আই মানেই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে বোঝায় যাচ্ছে এটা একটা (এ-আই)! নিয়েই পোস্ট। সুতরাং এমন ভাবার তো কোনো প্রশ্নই আসেনা।
    2. PTX Master Contributor says:
      Shofikul Islam, sob post a gyan ar chapa mera ki bujhan je apni akai sob bujhen? Ar AI mane ki ta apnar theke jante hobe naki? Post ar title to vinno vabew deya seto ar post comment taw hard vabe deinai so ato chul kani kuthay?
    3. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      @PTX Master হুমম আমার থেকেই জানতে হবে। ??? কারন যাদের বোঝার তারা ঠিকই বুঝে গেছে! উত্তেজনার বসে যেভাবে কমেন্ট করলেন, দেখে তো মনে হয়না, যে (Ai) Word টি 1st time বুঝছিলেন!?

      যাইহোক ধন্যবাদ ?

    4. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      @PTX Master, আহহ এতখন নিয়ে, আমার মনের কথাটা বললেন স্যার!?

      আমিও তো সেটাই চাই, যে পোস্ট যদি ভালো না লাগে, তো আবল তাবল কমেন্ট না করে, রিপোর্ট করুন। যদি পোস্ট ট্রিকবিডির নীতিমালা না মানে, এডমিন রা আছেন, ওনারা ডিলিট করে দিবে।

      এসব থার্ড ক্লাস কমেন্ট দেখার চেয়ে, ? যদি এডমিন পোস্ট ডিলিট করে দেয়। তাও শান্তি। ??

  2. Avatar photo Sabbir Hasan Contributor says:
    Good Post Brother ?
    This One Is Not Bad Either,
    https://beta.character.ai/
    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      @Sabbir Hasan ?
  3. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    কাজ করছে না যে ?
    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      @MD Musabbir Kabir Ovi ki blen vai?,,amer to kaj kre

Leave a Reply