আসসালামু আলাইকুম
আজকে একটি ভাইরাল টপিক নিয়ে আসলাম।
যদিও অনেকটা শিথিল হয়ে গেছে। তবুও পোস্ট করা দরকার।
আমরা অনেক ছবিই তো দেখলাম এমনঃ

সোশ্যাল মিডিয়ায় খুব ছড়াছড়ি হইছে।
এরকম ছবি কিভাবে বানানো যায়?
এই ফোন্টেই বা কোথায় পাবো?

চলুন তাহলে দেখে নেই কিভাবে করবো।
প্রথমে এই ফোন্ট ডাউনলোড করে নিন।
Download Font
ফাইল টি .zip ফরমেটে আছে, তাই Extract করুন।।


এরপর picsart gold বা mod অ্যাপ ওপেন করুন।
ওপেন করার পর এই ধরনের ছবি নিন।

তারপর যা লেখার লিখে font এ ক্লিক করুন।

এখান থেকে এই চিহ্ন তে ক্লিক করুন।

এর পর custom font এ ক্লিক করে extract করা ফন্ট টা এড করে নিন।



বাস হয়ে গেলো।

এখন এই ফন্ট সিলেক্ট করে ইচ্চা মত জায়গায় বসিয়ে দিন।


তো আজ এই পর্যন্তই।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আর ট্রিকবিডির পাশে থাকুন।

Wapka বা WordPress এ যেকোন ডিজাইনের ওয়েবসাইট বানাতে ভিজিট করুনঃ

Hridoymini Official Site

অথবা ফেসবুকে যোগাযোগ করুন আমার সাথেঃ

Tawhid Hridoy

11 thoughts on "ভাইরাল ফটো এডিট ফন্ট Jungle Font Photo Edit করুন"

  1. Nayan Contributor says:
    Vai facebook a knock dile reply pai nah keno
    1. Avatar photo Hridoy Mini Expert Author Post Creator says:
      Apnar to id er ovab nai kon ta diye den?
  2. Avatar photo Md Zakir Hossen Author says:
    সাব্বাস
    1. Avatar photo Hridoy Mini Expert Author Post Creator says:
      Thanks
  3. Nayan Contributor says:
    Dekhen disi apnar id teh
  4. Avatar photo Prince Contributor says:
    Atodin por sikhlen nki?
  5. MS Shahin Contributor says:
    এটা কোন পোস্ট হলো???

Leave a Reply