GPT-4 ব্যবহার করার জন্য আমাদের এটি টাকা দিয়ে কিনতে হয়। আর আপনি যদি এটা ফ্রিতেই ব্যবহার করতে চান, তাহলে এই পোস্টটি আপনার জন্য। তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের পোস্ট শুরু করি।
যারা GPT সম্পর্কে জানেন না, তাদের মনে অনেক প্রশ্ন উঠতে পারে। যেমন,
-
GPT কি ?
-
GPT কেন ব্যবহার হয় ?
-
GPT কিভাবে ব্যবহার করা হয়?
যদি আপনার মনে এসব প্রশ্ন উঠে থাকে, তাহলে নিচের পোস্টটি পড়ে আসুন। তাহলে সব বুঝে যাবেন ।
লিংক : click here
তাহলে চলুন আজকের পোস্ট শুরু করা যাক।
1️⃣ BING
আপনি bing দ্বারা ChatGPT-4 বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে bing এর সর্ব শেষ আপডেট অ্যাপ টি ডাওনলোড করতে হবে।
2️⃣ huggingface.co
এটা ChatGPT-4 ব্যবহার করার জন্য অনেক ভালো মাধ্যম। যেভাবে ব্যবহার করবেন নিচে দিলাম:
1.সাইট ভিজিট করুন https://huggingface.co/spaces/ysharma/ChatGPT4
2. আপনার প্রশ্ন লিখে run বাটনে ক্লিক করুন।
যদি বাড়তি ট্রাফিক থাকে তাহলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
3️⃣ Ora.sh
এটি খুবই জনপ্রিয় । কারণ এখানে আপনি কোনো ধরনের sms লিমিট বা অপেক্ষা এগুলোর কোন ঝামেলা নেই । সবকিছুই আনলিমিটেড ✨
4️⃣ Poe.com
ChatGPT-4 ব্যবহার করার জন্য এটাও একটি ভালো মাধ্যম। আর এখানে আপনি অনেক ফিউচার পাবেন। এমনকি আপনি আপনার নিজের ai তৈরি করতে পারবেন। আর এখানে প্রথমে আপনাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। আশা করি আপনারা এগুলো পাবেন।
One thought on "ফ্রীতে GPT-4 ব্যবহার করার নিয়ম। [4 Easy Ways]"