আসসালামু আলাইকুম আজকে দেখব যে কিভাবে আমরা গুগলে যে বিভিন্ন বিষয়ে সার্চ করি সেগুলোর সার্চ রেজাল্টের সো করা ওয়েবসাইটের ভিতরের দৃশ্য দেখতে পারবো!

এটাকে যদি আমি একটু প্রযুক্তি নির্ভর ভাষায় বলি তাহলে বলতেই পারি,

যে কিভাবে আমরা ওয়েবসাইটের (index) ইনডেক্স দেখতে পারবো!

কিছু, কমেন্টকারীদের উদ্দেশ্য,
পুরো পোস্টটা ভালোভাবে না পড়ে উল্টাপাল্টা মন্তব্য করে বংশের পরিচয় দেবেন না! অন্যথায় যদি এটা করেন তাহলে প্রতিটি কমেন্টে রিপোর্ট করা হবে!


তো চলে এলাম মেইন পোস্টে!

এটার ফিচার্চ এবং কাজ টা আসলে কি?

একদম খুব সহজ ভাষায় যদি বলি এটার কাজ হচ্ছে আমরা যখন গুগলে কোন ওয়েবসাইট সার্চ করি কোন বিষয়ে বা কোন লেখা থেকে কিছু জানার চেষ্টা করি তখন দেখা যায় যে গুগল আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট শো করায় তারপর আমরা সেখানে ক্লিক করে সেই সমন্বিত ওয়েবসাইটের বিষয়গুলো দেখতে পারি!

আর আজকে যেটা নিয়ে পোস্ট করবে এটা ভিন্নতা হল আমরা সেগুলোর ভিতরে দৃশ্যটা কিভাবে দেখব?

মানে মনে করুন যারা এই ওয়েবসাইটের মালিক তারা ওয়েবসাইটটা কিভাবে তৈরি করছে এখানে কি কি ইউজ করছে সেটার মেইন ভিতরের কোড এবং ছবি ইত্যাদি সহ সবগুলো বিষয়ে আমরা ওই ওয়েবসাইটের কোডিং সহ ইমেজ সহ,

একদম এখানে আমার উপরের দেখানো স্ক্রিনশটে দেখানো যে যে অপশন গুলো আছে সবগুলোই আমরা বের করতে পারবো!

এবং যারা আমরা কোডিং করি তাদের ক্ষেত্রে ব্যবহার করে আমরা এটা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবো!

তো এটাই হচ্ছে মেইন বাকিটা আপনারা দেখলে নিজেরাই বুঝে যাবেন।

 

এই ওয়েব সাইটি ওপেন করবেন তারপর নিচের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন।

এখন আপনি আপনার সার্চ করা ওয়েবসাইট বা রেজাল্টের উপর ভিত্তি করে আপনি ওয়েবসাইটের যে অংশটুকু বের করতে চাচ্ছেন,

সেটি প্রথমে সিলেক্ট করে নিবেন এর পর এখানে নিচে থাকা সার্চ বক্সে আপনি যেটি লিখে সার্চ করবেন সেটি লিখে দিবেন তারপর সার্চ অপশনে ক্লিক করবেন।

তো মনে করুন, আমি বিকাশ লিখে সার্চ করলাম এরপর হচ্ছে আমি চাচ্ছি যে বিকাশের মার্চেন একাউন্টে যারা ওয়েবসাইট তৈরি করে তারা কিভাবে অটো পেমেন্ট করে এটার কোড দেখব!

 

এরপর আমি এটা লিখে সার্চ করলাম এখানে অসংখ্য ওয়েবসাইট শো করবে তো আপনি একটা একটা করে ওয়েবসাইট চেক করবেন.

সম্ভবত প্রথমের দিকে পেয়ে যাবেন কারন আমি এটা প্রথমে পেয়েছিলাম এক একজনের ক্ষেত্রে একেক রকম আসবে

দেখুন আমি একটা একটা করে চেক করলাম এবং খুঁজতে খুঁজতে আমি সেটা পেয়ে গেছি

আমি এখন এটাকে ওপেন করলাম।

তো দেখুন এখানে পুরো ওয়েবসাইটের php কোডগুলো শো করছে।

যেখানে আমরা View Source করেও পিএইচপি কোড গুলো দেখতে পারি না!

তো যারা কোডিং করেন বা বিগেইনার আছেন তাদের জন্য এটা কত টাকা গুরুত্বপূর্ণ কাজে লাগবে, তারা অবশ্য বুঝতে পারতেছেন আমার আর বলতে হবে না! আর যারা বোঝেন না   তাদের কাছে এটা ততটা হেল্পফুল নাও হতে পারে।

ওয়েবসাইট লিংকঃ https://lumpysoft.com/

যারা পুরো পোস্টে

পড়েছেন

তাদের সবাইকে ধন্যবাদ!

 

7 thoughts on "গুগলে সার্চ করা ওয়েবসাইটের ভিতরের দৃশ্য কোড বা (Index) কোডিং সহ ইমেজ দেখুন, সহজেই!"

  1. NaZmuL HaQuE Contributor says:
    needed….ThnQ
    1. Shofikul Islam Author Post Creator says:
      @NaZmuL HaQuE thanks
    1. Shofikul Islam Author Post Creator says:
      @Exhan thanks
  2. Exhan Contributor says:
    ভাইয়া হালকা বানানের দিকে খেয়াল করিয়েন!

    সুন্দর হয়েছে!

    1. Shofikul Islam Author Post Creator says:
      @Exhan thanks bro.hat diye lhakte boring lage..voice typing kri,tai mne hoy amn hoy.
  3. Exhan Contributor says:
    ওহ আচ্ছা!

    তবুও সুন্দর হয়েছে।

Leave a Reply