Site icon Trickbd.com

Pdf এর রাজা! পাওয়ারফুল পিডিএফ এডিটর টুলস।

আসসালামু আলাইকুম আজকের পোষ্টের টাইটেল দেখে বুঝতে পারছেন যে, আজকে কি নিয়ে আলোচনা করব!

তার আগে একটা নোটিশ দিয়ে নেই! কারন কিছু লোক আছে, পুরো পোস্ট না পরে, কিছু না বুঝলে কমেন্টে এসে অবান্তর কথা বলে৷

তাই কিছু, কমেন্টকারীদের উদ্দেশ্য,

না বুঝলে বলবেন, আমি ঠিক করে দেবো। কিন্তুু পুরো পোস্টটা ভালোভাবে না পড়ে উল্টাপাল্টা মন্তব্য করে বংশের পরিচয় দেবেন না! অন্যথায় যদি এটা করেন তাহলে প্রতিটি কমেন্টে রিপোর্ট করা হবে!

আচ্ছা প্রথমে যদি আমি এই টুলসটার কাজ বলি যারা পিডিএফ তৈরি করেন বা তৈরি করতে চান বা অন্যের পিডিএফ এডিট করতে চান pdf এর লেখা ছবি বা যে বর্ডার রাউন্ড যতকিছু থাক না কেন,

যত কিছুই থাকবে এক কথায় একটা পিডিএফ এ যা  থাকে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন!

শুধু পিডিএফ না পিডিএফ এর সাথে আরো এক্সেল ফাইলসহ বিভিন্ন টুলস অর্থাৎ পিডিএফ এডিটরের সেরা পাওয়ারফুল টুলস বলা যেতে পারে! তো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। 

আমি জানিনা আমার এই কথা দ্বারা  আপনাদের কতটুকু বোঝাতে পারলাম বাট আপনারা যারা বুঝে নাই,  তারা নিচের স্ক্রিনশট গুলো ফলো করেন তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন।

প্রথমে আমার নিচে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন, তারপর নিচে স্ক্রল ডাউন করবেন।

 

 

এরপর এখানে পিডিএফ এডিটিংয়ের জন্য অসাধারণ অনেক অনেক টুলস দেখতে পারবেন!

যাকে আপনি পিডিএফ এর এ টু জেড এডিটর বলতে পারেন!

তো আপনি পিডিএফ এর যা এডিট করতে চাচ্ছে সেটা যদি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নিবেন!

উদাহরণ হিসেবে দেখানোর জন্য আমি উপরের অপশন দিয়ে সিলেক্ট করলাম আমি হচ্ছে পিডিএফ এর টেক্সট পরিবর্তন করব এই কারণেই হচ্ছে আমি উপরের অপশনটা সিলেক্ট করলাম!

এরপর আপনাদের কাছে পিডিএফ আপলোডের অপশন আসবে আপলোডে ক্লিক করার পর আপনার পিডিএফ টা আপলোড দিবেন তাহলে উপরের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন এখানে কিছুক্ষণ ওয়েট করলে পরবর্তী পেজে  আপনাকে নিয়ে যাবে!

আমি এখানে একটা পিডিএফ নিছিলাম তো আমি হচ্ছে আগে একটু মাতাব্বরি করেছিলাম তো এই কারণে পিডিএফটা এখানে জঙ্গলের মত দেখা যাচ্ছে!

তো যাই হোক আপনারা যারা পিডিএফ এডিট করবেন তারা হচ্ছে উপরের যে দেখানো দাগটি আছে অর্থাৎ T লেখা এটাতে ক্লিক করবেন!

 

এরপর হচ্ছে আপনি যে লেখাটি পরিবর্তন করতে চান সেই লেখাটার উপরে ক্লিক করে তারপর আপনি Text কেটে দিয়ে পরিবর্তন করতে পারবেন

 

এছাড়াও এখানে লেখার রং পরিবর্তন করতে চাইলে কালার আসলে কি লিখলে অসংখ্য কালার পাবেন আপনি যদি ভালো লাগে সেটাই দিয়ে লেখার কালার পরিবর্তন করতে পারেন।

 

ওয়েবসাইট লিংকঃ https://pdfcandy.com/

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে মন চাইলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

যারা পুরো পোস্টটি করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।

 

Exit mobile version