Site icon Trickbd.com

বছরের শুরুতেই প্রযুক্তির চমক !

Unnamed

নতুন কয়েকটি প্রযুক্তি পণ্যের খবর থাকছে 
এখানে—

স্মার্টফোনের অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা
যায় এমন স্মার্ট জুতা প্রদর্শিত হচ্ছে।
ডিজিসোলের এই জুতার সাহায্যে
শরীরের বিভিন্ন তথ্যও জানা যাবে।

মানবাকৃতির রোবট পিপার ইতিমধ্যে
নানান কাজ করে তাক লাগিয়ে
দিয়েছে। মানুষ এ রোবটের সঙ্গে যা
করে সেটিই আবার রোবটটি করে

দেখাতে পারে। এক দর্শক রোবটের
সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ
করছেন। পিপার বানিয়েছে
অ্যালডেবারান রোবোটিকস এবং
জাপানের সফটব্যাংক।

মেলায় একদল অংশগ্রহণকারী স্যামসাং
গিয়ার হেডসেট মাথায় পরে ভার্চ্যুয়াল
রিয়েলিটির বিষয়টি পরীক্ষা করছেন।
অংশগ্রহণকারীদেরও দারুণ উচ্ছ্বাস
ভার্চ্যুয়াল রিয়েলিটি নিয়ে।

সর্বশেষ প্রযুক্তি সুবিধার ভক্সওয়াগনের
নতুন গাড়ি বাড–ই দেখানো হয় সিইএসের
সংবাদ সম্মেলনে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

(ফেসবুকে আমি)

Exit mobile version